Today’s Sports Events

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের খবর, নামছেন জোকোভিচ, আলকারাজ়, আর কী কী

আগামী মাসেই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ভারতীয় দলের খবর রয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামবেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ়। রয়েছে আইএসএলের ম্যাচও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ০৬:২১

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ফেব্রুয়ারি মাসে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ভারতীয় দলের খবর রয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামবেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ়। আইপিএলের শুরুর তারিখ ঘোষিত। সব দলের প্রস্তুতি কেমন? রয়েছে আইএসএলের ম্যাচও। আইএসএলের ডার্বির পরে দুই প্রধানের খবরও রয়েছে।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের খবর

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান আয়োজক দেশ হলেও ভারতের সব খেলা হবে দুবাইয়ে। ভারতীয় দলে কারা খেলবেন সে দিকেই নজর রয়েছে সকলের। বিরাট কোহলি, রোহিত শর্মাদের কি দেখা যাবে এই প্রতিযোগিতায়? রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেটের সব খবর।

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিন, নামছেন জোকোভিচ, আলকারাজ় ও সিনার

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনে রয়েছে বেশ কয়েকটি হেভিওয়েট ম্যাচ। প্রথম রাউন্ডে নিশেষ বাসবরেড্ডির মুখোমুখি নোভাক জোকোভিচ। কার্লোস আলকারাজ় খেলবেন আলেকজ়ান্ডার শেভচেঙ্কোর বিরুদ্ধে। বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনারের সামনে নিকোলাস জারি। প্রতিটি ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।

আইপিএলের দিন ঘোষিত, কেমন প্রস্তুতি ১০ দলের

আইপিএলের শুরুর দিন ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২১ মার্চ থেকে হবে প্রতিযোগিতা। তার আগে ১০ দলের প্রস্তুতি কেমন চলছে। রয়েছে আইপিএলের সব খবর।

আইএসএলে একটিই ম্যাচ, লড়াই কেরল ও ওড়িশার

আইএসএলে মুখোমুখি কেরল ব্লাস্টার্স ও ওড়িশা এফসি। ওড়িশা পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে। কেরল রয়েছে নবম স্থানে। অর্থাৎ, দু’দলের কাছেই এই ম্যাচ গুরুত্বপূর্ণ। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। টেলিভিশনে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ৩ ও স্পোর্টস ১৮-৩ চ্যানেলে। ডিজিটাল মাধ্যমে খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

Advertisement
আরও পড়ুন