স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক দিল প্রদেশ কংগ্রেস। —প্রতীকী চিত্র।
নিম্নমানের স্যালাইনের জেরে মেদিনীপুরে প্রসূতি-মৃত্যু এবং রাজ্যে স্বাস্থ্য-ক্ষেত্রে দুর্নীতির অভিযোগকে সামনে রেখে স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক দিল প্রদেশ কংগ্রেস। বিধাননগরের করুণাময়ী মোড়ে আজ, সোমবার জমায়েতের ডাক দেওয়া হয়েছে কংগ্রেস নেতা-কর্মীদের। এই সূত্রেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে তোপ দেগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রবিবার বলেছেন, “কত লোক জাল ওষুধের শিকার, তার হিসাব কে করবে? স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! অন্য কোনও মন্ত্রীর হাতে স্বাস্থ্য দফতর থাকলে কী বলতেন? আর জি কর-কাণ্ডের পরেও স্বাস্থ্য-দুর্নীতির বিষয়ে সরকার যে কোনও শিক্ষাই নেয়নি, মেদিনীপুরের ঘটনা তারই প্রমাণ।”