ন্যাশনাল ওভারসিজ় স্কলারশিপ। প্রতীকী ছবি।
২০২৩ এর ন্যাশনাল ওভারসিজ় স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ‘দ্য মিনিস্ট্রি অব সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ এর তরফ থেকে দেওয়া হয় এই স্কলারশিপ। ইচ্ছুক প্রার্থীরা ‘দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
কেন্দ্রীয় সরকারের একটি স্কিমের আওতায় পরে ন্যাশনাল ওভারসিজ় স্কলারশিপ। সাধারণত, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণির পরিবারের শিক্ষার্থীদের বিদেশে উচ্চতর পড়াশোনা করার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। স্নাতকোত্তর এবং পিএইচডি করার জন্য অর্থনৈতিক ভাবে সাহায্য করা হয় এই স্কলারশিপের মাধ্যমে। প্রতি বছর ১২৫ জন শিক্ষার্থীকে দেওয়া হয় এই স্কলারশিপ।
প্রয়োজনীয় যোগ্যতা:
পিএইচডি-এর জন্য স্কলারশিপের আবেদন করতে, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর প্রয়োজন স্নাতকোত্তরে।
স্নাতকোত্তর পড়ার জন্য স্কলারশিপের আবেদন করতে, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরে পাশ করতে হবে স্নাতকে।
৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর।
প্রয়োজনীয় শর্তাবলি:
পূর্ববর্তী আর্থিক বছর অনুযায়ী সম্পূর্ণ পরিবারের আয় বার্ষিক ৮ লক্ষের বেশি হওয়া চলবে না।
একবার স্কলারশিপ পেয়ে গেলে আর আবেদন করা যাবে না দ্বিতীয়বারের জন্য।
একই অভিভাবকের শুধুমাত্র দু’টি সন্তান পেতে পারেন স্কলারশিপ। তবে, সে ক্ষেত্রেও শর্তাবলি প্রযোজ্য।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে https://nosmsje.gov.in/ এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন ইচ্ছুক শিক্ষার্থীরা। ৩১ মার্চ ’২৩ পর্যন্ত করা যাবে আবেদন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এই ওয়েবসাইটটি দেখুন — https://nosmsje.gov.in/।