UIDAI

আধার কার্ডের অফিসে একাধিক শূন্যপদে কর্মী নেওয়া হবে, কী যোগ্যতা প্রয়োজন?

অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাকাউন্ট্যান্টস, টেকনিক্যাল অফিসার, জুনিয়র ট্র্যান্সলেশন অফিসার পদে নিয়োগ করা হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৭
আধার অফিসে চাকরির সুযোগ।

আধার অফিসে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া (ইউআইডেএআই)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাকাউন্ট্যান্টস, টেকনিক্যাল অফিসার, জুনিয়র ট্র্যান্সলেশন অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ১১টি। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য ৬টি, অ্যাকাউন্ট্যান্টসের জন্য ২টি, টেকনিক্যাল অফিসারের জন্য ২টি এবং জুনিয়র ট্র্যান্সলেশন অফিসারের জন্য ১টি শূন্যপদ রয়েছে। প্রতিটি বিভাগেই আবেদনের জন্য ৫৬ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন।

Advertisement

প্রতিটি বিভাগে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা জানতে এই লিঙ্কটি দেখুন— https://uidai.gov.in/images/career/1_VC_HQ_Jan_2023.pdf।

আবেদন প্রক্রিয়া:

  • ইচ্ছুক প্রার্থীকে প্রথমে দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া (ইউআইডেএআই)—র https://uidai.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।
  • হোমপেজ থেকে ‘অ্যাবাউট ইউআইডেএআই’-তে যেতে হবে।
  • ‘ডেপুটেশন/কন্ট্রাক্ট’ লেখার উপর ক্লিক করতে হবে।
  • এর পর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পেয়ে যাবেন প্রার্থীরা।
  • সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  • আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা করতে হবে।
  • ২ মার্চের মধ্যে জমা করতে হবে আবেদনপত্র। ২ মার্চের পর আর কোনও আবেদনপত্রকে গ্রাহ্য করা হবে না।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েবসাইটটি দেখুন— https://uidai.gov.in/ ।

আরও পড়ুন
Advertisement