Online session for school teachers

নতুন প্রযুক্তির সাহায্যে পঠনপাঠন, শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ ক্লাস করাবে সিবিএসই

অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের নতুন প্রযুক্তিকে ব্যবহার করে পাঠদানের বিভিন্ন কৌশল সম্পর্কে শেখানো হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৩:১৪
cbse.

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ছবি: সংগৃহীত।

কৃত্রিম মেধাকে কী ভাবে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? এই ধরনের নতুন প্রযুক্তির গুণাবলী কী? এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। আইবিএম গ্লোবাল টিমের সঙ্গে এই আলোচনার আয়োজন করা হয়েছে।

Advertisement

মোট এক ঘণ্টার এই আলোচনাটি চলবে অনলাইনে। দেশের বিভিন্ন প্রান্তে সিবিএসই বোর্ডের স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকারা এই আলোচনায় যোগদানের সুযোগ পাবেন। ১৮ অক্টোবর বিকেল ৩টে থেকে শুরু হবে আলোচনাপর্ব।

তবে, শুধুমাত্র কৃত্রিম মেধাই নয়, অন্যান্য নতুন প্রযুক্তিকে কী ভাবে পঠনপাঠনের কাজে ব্যবহার করা যেতে পারে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আইবিএম গ্লোবাল টিম-এর বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন। এই আলোচনায় অংশগ্রহণ করতে আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে নাম নথিভুক্ত করতে হবে।

এর জন্য আলাদা করে কোনও ফি জমা দিতে হবে না। তবে, সিবিএসই-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকা বা প্রিন্সিপালদের আলোচনায় উপস্থিত থাকতেই হবে। এই বিষয়ে বিশদে জানতে সিবিএসই অ্যাকাডেমিক-এর ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement