PG Admission 2024

বায়োটেকনোলজি-সহ স্নাতকোত্তরে বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ, কোথায় আবেদন করবেন?

আগ্রহীরা একসঙ্গে যে কোনও তিনটে বিষয়ে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৫:১৭
Sidho-Kanho-Birsha University.

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। এই মর্মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থনীতি, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, মনোবিদ্যা, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, এলএলএম, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং স্পোর্টস সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে।

Advertisement

ভর্তি হতে আগ্রহীদের ওই বিষয়ে স্নাতক হতে হবে। এ ক্ষেত্রে যে কোনও শিক্ষাবর্ষে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। আগ্রহীরা মোট তিনটে বিষয়ে একসঙ্গে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন। তবে, এর জন্য আলাদা করে কোনও প্রবেশিকা দিতে হবে না।

ভর্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের নিরিখে ভর্তি নেওয়া হবে। ৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ২৪ অক্টোবর মেধাতালিকা প্রকাশিত হবে। ২৯ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement