ছবি: সংগৃহীত।
শরীরকে সুস্থ রাখতে যোগা এক জরুরি ব্যায়াম। বিষয়টি নিয়ে পড়াশোনা করতেও আগ্রহী হন অনেকেই। যোগা নিয়ে এ বার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ। ওই কোর্সে ভর্তি হতে আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে।
কী ভাবে আবেদন জমা দেবেন?
প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন। বিজ্ঞপ্তিতে থাকা লিঙ্কে প্রবেশ করে আগ্রহীদের নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য জমা দিতে হবে।
কারা আবেদন করতে পারবেন?
যে কোনও শাখায় স্নাতক ব্যক্তিরা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন।
আবেদন সংক্রান্ত সূচি:
আবেদনমূল্য এবং কোর্স ফি:
দু’টি সিমেস্টার মিলিয়ে সংশ্লিষ্ট কোর্সটির আবেদনমূল্য ৫০০ টাকা। কোর্স ফি হিসাবে ১৫ হাজার টাকা জমা দিতে হবে।