IIT Delhi Recruitment 2024

টেকনোলজি শাখায় পিএইচডি করেছেন? গবেষণার জন্য কর্মী নিয়োগ করবে আইআইটি দিল্লি

প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য মাসে ১ লক্ষ টাকার বেশি পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৫:৫৩
Indian Institute of Technology, Delhi.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগ সম্পর্কে বিশদ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।

Advertisement

প্রিন্সিপল প্রজেক্ট সায়েন্টিস্ট হিসাবে ওই প্রকল্পে কাজ করতে হবে। ওই পদে টেকনোলজি শাখার কোনও বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর অন্তত চার বছরের টেক্সটাইল বা কম্পোজ়িট নিয়ে গবেষণার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

নিযুক্ত ব্যক্তিকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-অর্থপুষ্ট গবেষণা প্রকল্পের অধীনে কাজ করতে হবে। ওই প্রকল্পের নাম— ‘অপারেশনাল অ্যান্ড রানিং কস্ট অফ দ্য জয়েন্ট অ্যাডভান্সড টেকনোলজি’। কাজের মেয়াদ ১৯ জুন, ২০২৭ পর্যন্ত।

প্রতিষ্ঠানের তরফে আরও জানানো হয়েছে, এই পদে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৭৫ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ এক হাজার ৬১০ টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজ করতে আগ্রহীদের জীবনপঞ্জি, শংসাপত্র এবং অন্যান্য নথি ইমেল মারফত পাঠাতে বলা হয়েছে। আবেদনকারীদের সঙ্গে ইন্টারভিউয়ের জন্য প্রতিষ্ঠানের তরফে যোগাযোগ করে নেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর। সংশ্লিষ্ট বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আরও পড়ুন
Advertisement