Pradhan Mantri Awas Yojana

‘পঞ্চায়েত থেকে ব্লক পর্যন্ত সব সেটিং’, পাকা ছাদ পায় না গরিব, রাজার হস্ত করে আবাসের বাড়ি চুরি!

রাজ্যে আবাস যোজনার বাড়ি প্রাপকের সংখ্যা ৪৫ লক্ষ। ২০১৯— ২০ এবং ২০২১— ২২ অর্থবর্ষে প্রায় ২০ লক্ষ বাড়ি বাংলায় তৈরি হয়। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতিতে জড়িয়ে শাসক তৃণমূল।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:৫১
Advertisement

আবাস যোজনায় দুর্নীতি? সরকারি বাড়ি প্রাপকদের সমীক্ষা করে রাজ্য সরকার। সেখানে পরিষ্কার যে হ্যাঁ ‘বেনিয়ম হয়েছে’। রাজ্যে আবাস যোজনার বাড়ি প্রাপকের সংখ্যা ৪৫ লক্ষ। ২০১৯— ২০ এবং ২০২১— ২২ অর্থবর্ষে প্রায় ২০ লক্ষ বাড়ি বাংলায় তৈরি হয়। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতিতে জড়িয়ে শাসক তৃণমূল। শাসকের বিরুদ্ধে স্বজন পোষণ, কাটমানি নেওয়ার মতো অভিযোগ করে বাম, বিজেপি-সহ বিরোধীরা। বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, যাদের মাথার উপর পাকা ছাদ নেই সেই সব প্রান্তিক, গরিব মানুষকে বাড়ি দেবে রাজ্য। সেই মতো শুরু হয় যাচাই পর্ব। সেখানেও বেনিয়মের পর বেনিয়ম!

Advertisement

বিজেপির দাবি, রাজ্যের একাধিক জেলায় অযোগ্যদের বাড়ি পাইয়ে দিয়েছে তৃণমূল। কোন জেলায় কত অযোগ্য, সেই তালিকা দিয়েছে বিজেপি। হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পুরুলিয়া-সহ পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার মতো জেলায় বেনিয়মের সরকারি তালিকা দেখিয়ে দুর্নীতির অভিযোগ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement