কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ছবি: সংগৃহীত।
কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র প্রজেক্ট অফিসার হিসাবে মোট তিনটি শূন্যপদ রয়েছে। নিযুক্তদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।
এই কাজের জন্য মেকানিক্যাল এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের জাহাজ তৈরি বা মেরামত করা সংস্থায় কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই সঙ্গে বাংলা এবং হিন্দিতে সাবলীল হতেই হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। তাঁদের কর্মস্থল হবে কলকাতা শিপ রিপেয়ার ইউনিটে। তবে ওই স্থান পরিবর্তনও হতে পারে। নিযুক্তেরা প্রতি মাসে ৪৭ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীদের আবেদনের জন্য আলাদা করে ৪০০ টাকা ফি জমা দিতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে। আবেদনের শেষ দিন ৩ ডিসেম্বর।