প্রতীকী চিত্র।
চলতি বছরে কেন্দ্রের তরফে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপ করার ব্যবস্থা করা হয়েছে। এমনই একটি ইন্টার্নশিপ করাবে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশনস অ্যান্ড জিয়ো-ইনফরমেটিক্স। এই সংস্থাটি কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ। মোট ২০০ জনকে নিয়ে চলবে প্রশিক্ষণ।
কম্পিউটার, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা এই প্রশিক্ষণটি নেওয়ার সুযোগ পাবেন। তবে, যাঁরা ২০২৪ বা ২০২৩-এ স্নাতক হয়েছেন, শুধুমাত্র তাঁরাই আবেদনের সুযোগ পাবেন।
প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের সফট্অয়্যার ডেভেলপমেন্ট, কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস (আইওটি), সাইবার সুরক্ষা, ক্লাউড, ডেভঅপস অ্যান্ড অটোমেশন, স্টুডিয়ো অপারেশনস অ্যান্ড কন্টেট ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয় হাতেকলমে শেখানো হবে। এ ক্ষেত্রে প্রার্থীরা উল্লিখিত বিষয়গুলির মধ্যে নিজের পছন্দের ক্ষেত্রটি আবেদনের সময় বাছাই করে নিতে পারবেন।
প্রার্থীদের দশম, দ্বাদশ এবং স্নাতক ডিগ্রিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে। প্রতি মাসের ভাতা হিসাবে বরাদ্দ করা হয়েছে ১৫,০০০ টাকা। ইন্টার্নশিপ সম্পূর্ণ হওয়ার পর অংশগ্রহণকারীরা শংসাপত্র পাবেন। অনলাইনে আগ্রহীদের আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ২ ডিসেম্বর। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।