Tiger

বাঘিনির খোঁজে এক রাজ্য থেকে পাড়ি অন্য রাজ্যে, ৩০০ কিলোমিটার পথে ধরে খেল পাঁচ শিকার

পুরুষ বাঘেরা ১০০ কিলোমিটার দূর থেকে স্ত্রী বাঘের গায়ের গন্ধ পায়। সেই গন্ধের টানেই তারা নির্দিষ্ট দিকে এগিয়ে যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:৫৫
সঙ্গিনীর খোঁজে বেরিয়েছে জনি।

সঙ্গিনীর খোঁজে বেরিয়েছে জনি। ছবি: এক্স।

শীত আসছে। সঙ্গমের ঋতু শুরু হওয়ার আগে সঙ্গিনীর খোঁজে করতে হবে! তাই নিজের নিশ্চিন্ত ডেরা ছেড়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিল জনি। মহারাষ্ট্রের টিপেশ্বর অভয়ারণ্য থেকে ৩০০ কিলোমিটার পথ পেরিয়ে বাঘটি পৌঁছল তেলঙ্গনায়। তার সেই গতিপথ, পথের কাণ্ডকারখানা ধরা পড়ল গলায় পরানো রেডিয়ো কলারে। তার সেই পথ নিরামিষ ছিল ভাবলে চলবে না। জঙ্গল, কৃষিজমি পেরিয়ে আদিলাবাদ, নির্মল জেলার মধ্যে দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি শিকার ধরেছে। কিছু প্রাণীর উপর ঝাঁপিয়ে পড়েছে। তার পর ব্যর্থ হয়ে আবার পথচলা শুরু করেছে।

Advertisement

রেডিয়ো কলার থেকে মেলা তথ্য থেকে জানা গিয়েছে, জনির বয়স ছয় থেকে আট বছর। অক্টোবরের তৃতীয় সপ্তাহে মহারাষ্ট্রের নান্দেড় জেলার কিনওয়াত তালুক থেকে যাত্রা শুরু করে সে। তার পর আদিলাবাদের বোয়াথ মণ্ডলের জঙ্গলে প্রথম তার খোঁজ মেলে। ক্রমে নির্মল জেলার কুন্তলা, সারঙ্গাপুর, মামাদা, পেম্বি মণ্ডল দিয়ে তার গতিবিধি ধরা পড়েছে রেডিয়ো কলার যন্ত্রে। হায়দরাবাদ-নাগপুর ৪৪ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে জনি এখন তিরিয়ানি এলাকার দিকে রওনা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

আদিলাবাদ জেলার বন আধিকারিক প্রশান্ত বাজিরাও পাতিল জানিয়েছেন, সহজাত প্রবৃত্তির কারণেই পুরুষ বাঘটি নিজের এলাকা ছেড়ে ভিন্‌রাজ্যে পাড়ি দেয়। শীতকাল বাঘেদের মিলনের ঋতু। তাঁর কথায়, ‘‘নিজের এলাকায় সঙ্গিনীর খোঁজ না পেলে পুরুষ বাঘেরা অনেক সময়ই দীর্ঘ যাত্রা শুরু করে।’’ পুরুষ বাঘেরা ১০০ কিলোমিটার দূর থেকে স্ত্রী বাঘের গায়ের গন্ধ পায়। সেই গন্ধের টানেই তারা নির্দিষ্ট দিকে এগিয়ে যায়। বন দফতরের তরফে জানানো হয়েছে, পথে পাঁচটি ছাগল, ভেড়া মেরে খেয়েছে জনি। তিন বার স্থানীয়দের পোষ্য গরু শিকারের চেষ্টা করেছে।

বন দফতরের কর্মীরা মনে করছেন, জনি এখন তেলঙ্গানার কাওয়াল ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্রে যেতে পারে। সাম্প্রতিক কালে ওই কেন্দ্রে বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে। বেশ কিছু বাঘ ভিন্‌রাজ্য থেকে সেখানে এলেও বেশি দিন থাকেনি। চোরাশিকার, সঙ্গীর অভাবকেই দায়ীর করেন বনকর্মীরা। মুখ্য বন্যপ্রাণ ওয়ার্ডেন এলুসিং মেরু জানিয়েছেন, জনি সেখানে টিকে গেলে তা ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে। তার টানে আরও অনেক বাঘ সেখানে ভবিষ্যতে থিতু হতে পারে।

আরও পড়ুন
Advertisement