অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল)। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফার্মাসিস্ট এবং নার্স পদে নিযুক্তেরা কাজ করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মোট শূন্যপদ ২১। নিযুক্তদের সংস্থার অসমের দফতরে কাজ করতে হবে।
ফার্মাসিস্ট পদে আবেদনকারীদের ফার্মাসি বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ থাকা প্রয়োজন। একই সঙ্গে তাঁদের ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়াতে নাম নথিভুক্ত থাকতে হবে। এ ছাড়াও অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। বয়সসীমা ২২ থেকে ৪০ বছর।
নার্সিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন এবং অন্তত দু’বছর কোনও সরকারি হাসপাতালে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নার্স হিসাবে কাজের জন্য বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছর হওয়া বাধ্যতামূলক।
নিযুক্তরা প্রতি মাসে ১৯,৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। প্রাথমিক ভাবে তাঁদের ছ’মাসের জন্য কাজ করতে হবে। পরবর্তীতে ওই মেয়াদ ২৪ মাস পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। এই পদে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। অসমের দুলিয়াজানের হাসপাতালে ইন্টারভিউ নেওয়া হবে ২৫ এবং ২৭ নভেম্বর। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।