Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Durga Puja in Kashi Bose Lane

ভারতের রত্নদের যাঁরা জন্ম দিয়েছিলেন সেই রত্নগর্ভাদের কাহিনী তুলে ধরেছে কাশী বোস লেন

মায়েদের স্মরণেই কাশী বোস লেনের এ বারের থিম রত্নগর্ভা। শিল্পী রিন্টু দাস।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৪:০৫
Share: Save:

রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর এই সকল মনীষীদের কথা তো আমরা সকলেই জানি। কিন্তু সাধারণ মানুষ থেকে রত্ন এমনি এমনিই তাঁরা হয়ে ওঠেননি। ছিল তাঁদের মায়েদের ভূমিকা। এই মায়েদের স্মরণেই কাশী বোস লেনের এ বারের থিম রত্নগর্ভা। শিল্পী রিন্টু দাস।

৮৭ তম বর্ষে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের উদ্দেশ্যে মণ্ডপ নির্মাণ করা হয়েছে। মণ্ডপের বাইরে রয়েছে বিভিন্ন ইনস্টলেশন। প্যান্ডেলের ভিতরেও রয়েছে ভারতের বিভিন্ন রত্নদের ছবি, তাদের জন্ম-মৃত্যুর উল্লেখ সমেত। দেবিমূর্তি যেন স্বয়ং এই রত্নদের মা রূপে মণ্ডপে বিরাজমান। জগজ্জননী মা তো সমগ্র সংসারের মা, সেই জন্যই হয়তো তার মুখে ফুটে উঠেছে প্রশান্তির ছায়া।

এই রত্নদের মধ্য দিয়ে যেন নারীদেরকেই উদ্‌যাপন করছে কাশী বোস লেন। তখনকার দিনে নারীদের সমাজের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হতো, রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা রোধ করা হোক কিংবা বিদ্যাসাগর মহাশয়ের বিধবা বিবাহ রোধ, শত বছর পূর্বেও তাঁরা সম্মান জানিয়েছিলেন নারীর অধিকারকে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE