Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Durga Puja in Gariahat Hindusthan

৬২ তম বর্ষে গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের এ বছরের ভাবনা ‘বন্ধনহীন গ্রন্থি’

যে বায়ু দূষণ মুক্ত যান রাজপথ থেকে গলিপথ ধরে আমাদের আঙিনায় পৌঁছে দেয় সেই মাধ্যম হল ‘রিক্সা’, যা পৃথিবীর বহু দেশেই দেখা যায়।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:৫০
Share: Save:

দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের পুজো। ৬২ তম বর্ষে এ বছর তাদের ভাবনা ‘বন্ধনহীন গ্রন্থি’। ভাবনায় শিল্পী শিবশঙ্কর দাস, প্রতিমা শিল্পী অরিঘ্ন সাহা এবং আবহ নির্দেশনা আশু চক্রবর্তী।

‘বন্ধনহীন গ্রন্থি’ বিষয় ভাবনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে রাজপথ থেকে গলি, মানুষের দৈনন্দিন জীবনের অবলম্বন হিসেবে পথ এবং পথের যান সঙ্গী হয়ে আছে। যে বায়ু দূষণ মুক্ত যান রাজপথ থেকে গলিপথ ধরে আমাদের আঙিনায় পৌঁছে দেয় সেই মাধ্যম হল ‘রিক্সা’, যা পৃথিবীর বহু দেশেই দেখা যায়।

কিন্তু সেই রিক্সা আজ প্রায় অবলুপ্ত হয়ে যেতে বসেছে। বাপ ঠাকুরদার আমল থেকে আজ অবধি রিক্সা এবং রিক্সাওয়ালাদের জীবনযাত্রার এসেছে অনেক বিবর্তন। রিক্সা, রিক্সাওয়ালা এবং ইতিহাসই এই বছর গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের পুজোর গল্পগাথা। এই ‘বন্ধনহীন গ্রন্থি’ থিমের মধ্যে দিয়ে শিল্পী ও উদ্যোক্তারা বায়ুদূষণ রোধের জন্যে রিক্সাকে কলকাতার বুকে আরও বেশি করে ফিরিয়ে আনতে চাইছেন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE