Italy

Viral: সকলের সামনেই নগ্ন হয়ে ফোয়ারার জলে ঝাঁপ তরুণীর! তার পর…

পুলিশ সূত্রে খবর, পিয়াজা কোলোনা নামে ওই ফোয়ারাটি ইটালির পার্লামেন্টের একেবারে কাছেই। ফলে সেখানে নিরাপত্তার কড়াকড়ি থাকে সব সময়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৬:০৩
Share:

সেই ফোয়ারা।

শহরের মাঝে একটি ফোয়ারায় হঠাৎই নগ্ন হয়ে নেমে এক তরুণী। জনবহুল রাস্তায় এক জন তরুণীকে এ রকম অবস্থায় দেখে পথচলতি মানুষ হতভম্ব হয়ে যান। ঘটনাটি ঘটেছে ইটালির রাজধানী রোমে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পিয়াজা কোলোনা নামে ওই ফোয়ারাটি ইটালির পার্লামেন্টের একেবারে কাছেই। ফলে সেখানে নিরাপত্তার কড়াকড়ি থাকে সব সময়। কিন্তু ওই তরুণী পুলিশের নজর এড়িয়ে পথচারীদের সামনেই পোশাক খুলে ফোয়ারার জলে নেমে পড়েন। জলে কয়েক মিনিট সাঁতারও কাটেন।

তত ক্ষণে শোরগোল পড়ে গিয়েছিল। নিরাপত্তারক্ষীরাও ছুটে আসেন। তাঁরা তরুণীকে ফোয়ারার জল থেকে বেরিয়ে আসতে বলেন। তরুণী উঠে এসে চট করে পোশাক পরে তাঁদের দিকে স্মিত হাসি দিয়ে সেখান থেকে চলে যান।

Advertisement

নিরাপত্তা থাকা সত্ত্বেও কী ভাবে তরুণী ফোয়ারার জলে নামলেন তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement