নাতনিকে কোলে নিয়ে কমলা হ্যারিস। ছবি সৌজন্য় ইনস্টাগ্রাম।
‘চাইলে তুমিও আমেরিকার প্রেসিডেন্ট হতে পার। কিন্তু এখন নয়। ৩৫ বছর বয়স পেরলেই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হয়ে উঠবে তুমি।’ ১২ সেকেন্ডের একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, একটি ছোট মেয়ের সঙ্গে কথোপকথন হচ্ছে কমলা হ্যারিসের। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের গণনা চলছে। সেই নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদের দৌড়ে সামিল হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
নির্বাচন চলাকালীনই তাঁর এই ভিডিয়ো সামনে আসে। সেখানে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে কমলা। দু’হাত দিয়ে ধরে রয়েছেন একটি ছোট মেয়েকে। তার মধ্যেও প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে। আর সেই কৌতূহলবশতই কমলাকে সে জিজ্ঞাসা করছে, কী ভাবে প্রেসিডেন্ট হওয়া যায়। তখন কমলা তাকে জবাব দেন, "তোমার যখন ৩৫ বছর বয়স পেরোবে, তখন তুমি প্রেসিডেন্ট পদের যোগ্য হয়ে উঠবে।" প্রত্যুত্তরে মেয়েটি উত্তর দেয়, "আমি অ্যাস্ট্রোনট প্রেসিডেন্ট হতে চাই।" ১২ সেকেন্ডের কথোপকথনের সেই ভিডিয়ো শেয়ার করেছেন কমলার ভাইঝি মীনা হ্যারিস। ৯০ হাজার মানুষ সেই ভিডিয়োয় কমেন্ট এবং লাইক করেছেন। ভিডিয়োয় কমলার সঙ্গে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সম্পর্কে সে কমলার নাতনি।
This conversation went on for like an hour
A post shared by Meena Harris (@meena) on
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই ভাগ্য নির্ধারিত হয়ে যাবে কমলা হ্যারিসের। তিনি কি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হবেন, নাকি অধরাই থেকে যাবে স্বপ্ন! কমলাকে সঙ্গে নিয়েই এ বার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এ প্রান্ত ও প্রান্ত ছুটে বেড়িয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। ডোমোক্র্যাটরা জিতলে, কমলার ভাইস প্রেসিডেন্ট পদ নিশ্চিত। প্রবণতা যে দিকে, তাতে পাল্লা ভারী ডেমোক্র্যাটদেরই।