coronavirus

করোনার উৎস সম্পর্কিত তথ্য দিতে চিনকে বাধ্য করতে পারি না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চিন থেকে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১০:৩৪
Share:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফাইল ছবি।

করোনাভাইরাসের উৎস জানতে আরও তথ্য দেওয়ার জন্য চিনকে বাধ্য করতে পারে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সোমবার এ কথা জানিয়েছেন হু-এর শীর্ষ স্থানীয় এক অফিসার। তবে কোথা থেকে এল এই প্রাণঘাতী ভাইরাস, কী ভাবে ছড়িয়ে পড়ল মানব দেহে, তা বুঝতে বিষয়টি নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলেও জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

Advertisement

সোমবারের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসার মাইক রায়ান সাংবাদিক বৈঠক করছিলেন। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন, তথ্যপ্রকাশের জন্য চিনকে চাপ দিচ্ছে হু? তখন রায়ান বলেছেন, ‘‘এই ব্যাপারে কাউকে বাধ্য করার মতো ক্ষমতা নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার।’’ এর পরই তিনি বলেন, ‘‘আমরা সমস্ত সদস্য দেশের থেকে সহযোগিতা, সাহায্য আশা করি।’’

চিন থেকে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। উহানের পশুবাজারে বাদুড় থেকে মানুষের শরীরে এটি এসে আসতে পারে। আবার উহানের গবেষণাগার থেকেও এটি ছড়িয়ে থাকতে পারে বলে অভিযোগ রয়েছে। সে ব্যাপারে তদন্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল গত বছর গিয়েছিল চিনে। কিন্তু সেই দলের সদস্যরা অভিযোগ করেছিলেন, সমস্ত তথ্য তাঁরা পাচ্ছেন না। চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ একাধিক বার তুলেছে আমেরিকা। বিষয়টি নিয়ে দ্রুত তদন্তে শেষ করতে নিজের দেশের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সেই পরিস্থিতিতেই নিজের ক্ষমতার সীমাবদ্ধতার কথা জানাল হু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement