Khaleda Zia- Tarique Rahman

‘নতুন দলকে স্বাগত, আস্থা রাখুন নির্বাচন কমিশনে’! খালেদা-পুত্র তারেকের বার্তা বিএনপি নেতাদের

বিএনপির ছাত্রশাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বুধবার লন্ডননিবাসী তারেক ভার্চুয়াল বক্তৃতা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯
Share:

(বাঁ দিকে) খালেদা জিয়া। তারেক রহমান (ডান দিকে)। —ফাইল চিত্র।

গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছিলেন গত সপ্তাহে। বুধবার খালেদা-পুত্র তথা দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান বললেন, ‘‘দেশে প্রয়োজনে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে। এটি গণতান্ত্রিক রীতি।’’

Advertisement

বিএনপির ছাত্রশাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বুধবার লন্ডননিবাসী তারেক ভার্চুয়াল বক্তৃতা করেন। সেখানে তিনি বলেন, ‘‘রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সব সময় বহু দল এবং বহুমতের চর্চার পক্ষে।’’ সেই সঙ্গে বাংলাদেশের নয়া নির্বাচন কমিশনের প্রতি আস্থা জানিয়ে তিনি বলেন, ‘‘কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে, এই বিশ্বাস রাখুন।’’

প্রসঙ্গত, বিএনপি নেতা রিজভি আশঙ্কা প্রকাশ করেছিলেন, পরবর্তী নির্বাচনে গোয়েন্দা মদতে গঠিত হতে চলা নতুন দলকে ক্ষমতায় আনার জন্য কারচুপি হতে পারে। গত বৃহস্পতিবার একটি কর্মসূচিতে তিনি বলেন, ‘‘কারা নির্বাচিত হবেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তা হলে এ আত্মত্যাগের কী দাম থাকবে!’’ সরাসরি কোনও নাম না করলেও রিজভির নিশানায় ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলেই সে দেশের সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে। কারণ, ওই কর্মসূচিতেই তিনি বলেছেন, ‘‘বিএনপিকে ভাঙার জন্য এ সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কি না, তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে।’’ যদিও বুধবার তারেক কার্যত সব আশঙ্কা খারিজ করে দিলেন।

Advertisement

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন আওয়ামী লীগের সভায় হামলা, বাংলাদেশ হাই কমিশনে হামলায় মদত এবং বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তারেকের জেলের সাজা হয়েছিল। গ্রেফতারি এড়াতে তিনি আর বাংলাদেশে ফেরেননি। গত কয়েক বছর ধরেই রয়েছেন লন্ডনে। কিন্তু ইউনূসের জমানায় একের পর এক মামলা প্রত্যাহার তারেকের দেশে ফেরার পথ প্রশস্ত করছে বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement