bizarre

এক হাত লম্বা কলা দেখে চোখ কপালে নেটাগরিকদের

স্যাম জানিয়েছেন, ওই কলাটির দৈর্ঘ্য ছিল ১২ ইঞ্চি। অর্থাৎ ১ ফুট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৪
Share:

বিশালাকার কলা দেখে চমকেছেন সাম। ছবি— টুইটার।

বিভিন্ন আকারের কলা দেখতে পাওয়া যায় বাজারে। ধরন অনুসারে আকারেও পরিবর্তন দেখা যায়। কিন্তু খুব বড় হলেও ৭ থেকে ৮ ইঞ্চির বেশি দৈর্ঘ্যের কলা সাধারণত দেখা যায় না। সম্প্রতি ব্রিটেনের সমারসেটের এক মহিলা দোকান থেকে কিনেছিলেন বেশ কয়েকটি কলা। তার মধ্যে একটি কলার আকার দেখে চমকে গিয়েছেন ওই মহিলা। সেই কলার ছবি তিনি শেয়ার করেছেন সমাজমাধ্যমে। যা দেখে চক্ষু চড়কগাছ নেটাগরিকদেরও।

Advertisement

সমারসেটের ওই মহিলাদের নাম স্যাম পামার। তিনি সে দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘এটা আমার জীবনে দেখা সবথেকে কলা।’’ তাঁর মা পলাও বলেছেন, ‘‘এত বড় কলা আমি জীবনে দেখিনি। এটা আমার জীবনে দেখা সেরা কলা।’’

স্যাম জানিয়েছেন, ওই কলাটির দৈর্ঘ্য ছিল ১২ ইঞ্চি। অর্থাৎ ১ ফুট। স্যাম দেখেছেন, কলাটি তাঁর হাতের সমান লম্বা। এই কলা দেখে মা-মেয়ে যে হাসিতে ফেটে পড়েছিলেন, সে কথাও জানিয়েছেন স্যাম। বিশালাকার এই কলার স্বাদও যে খুব সুন্দর ছিল, সে কথা জানাতে ভোলেননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement