ইজ়রায়েলি হামলায় গুঁড়িয়ে গিয়েছে লেবাননের একটি বহুতল। ছবি: রয়টার্স।
লেবাননে তাঁদের লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে। হিজ়বুল্লার সমস্ত ঘাঁটি ধ্বংস করে দিয়েছে তারা। সংঘর্ষের মাঝে এমনই ঘোষণা করল ইজ়রায়েল। ইজ়রায়েলের সীমান্ত লাগোয়া লেবাননে হিজ়বুল্লার সমস্ত ঘাঁটি, আশ্রয়স্থল, সুড়ঙ্গ, অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র— সব কিছু গুঁড়িয়ে দিয়েছে তারা। যে সব অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি ইজ়রায়েলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে লক্ষ্যপূরণের কথা বললেও লেবাননের কিছু এলাকায় এখনও সামরিক অভিযান জারি রেখেছে আইডিএফ। এখন প্রশ্ন উঠছে, ইজ়রায়েল যদি তাদের লক্ষ্যপূরণের কথা ঘোষণাই করে থাকে, তা হলে কি লেবাননে এ বার সামরিক অভিযান বন্ধ করবে তারা? না কি তার পরেও এই অভিযান জারি রাখা হবে? লোবনানের সঙ্গে কি কূটনৈতিক আলোচনার রাস্তায় হাঁটবে ইজ়রায়েল, না কি সেই দরজাও তাদের জন্য বন্ধ?
অনেকেই মনে করছেন, কূটনৈতিক ভাবে সমঝোতা না হলে তা হলে লেবাননে যে রকম হামলা জারি রেখেছে ইজ়রায়েল, সে রকমই হামলা চালিয়ে যাবে তারা। হিজ়বুল্লাকে আর কোনও ভাবেই মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেবে না ইজ়রায়েল। যে সব এলাকা এখন ইজ়রায়েলি সেনাদের দখলে, সেই সব এলাকা নিজেদের দখলেই রাখতে পারে। আর সেখান থেকে হিজ়বুল্লার গতিবিধির উপর নজরদারি চালাতে পারে তারা।
ইজ়রায়েলি সেনা স্পষ্ট জানিয়েছে, যদি প্রয়োজন পড়ে যে কোনও মুহূর্তে লেবাননের সঙ্গে কূটনৈতিক রাস্তা বন্ধ করে আবার হামলা শুরু করতে পারে। কিন্তু বর্তমানে লেবাননের সঙ্গে কূটনৈতিক ভাবে আলোচনার রাস্তায় হাঁটতে চাইছে ইজ়রায়েল।