জন লেননের গান গাইছেন চিকিৎসকরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনাভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচাতে নিরন্তর কাজ করে চলেছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু প্রবল চাপ নিয়ে কাজের মধ্যে বিশ্রাম দরকার হয় তাঁদেরও। চাপ কাটাতে সেই বিশ্রামের মধ্যেই গান ধরছেন কেউ কেউ।
কয়েকদিন আগেই রাজস্থানের একদল চিকিৎসক গেয়েছিলেন ‘হম হিন্দুস্তানি’ ছবির গান ‘ছোড়ো কাল কি বাতে’। সেই গান ভাইরাল হয়েছিল। এ বার আমেরিকার দু’জন চিকিৎসকের গানের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁদেরকে গাইতে শোনা যাচ্ছে জন লেননের বিখ্যাত গান ‘ইমাজিন’।
গানের ভিডিয়ো সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন চিকিৎসক এলভিস ফ্রানকোস। যা ইতিমধ্যেই দেখা হয়েছে চার লক্ষ বারেরও বেশি। ভিডিয়ো আপলোড করে তিনি লিখেছেন, ‘‘জীবনে বহু জিনিস আমাদের বিভাজিত করে রাখে। ধর্ম, জাতি, রাজনীতি, সামাজিক অবস্থা ও আর অনেক কিছু... কিন্তু অতিমারী আমাদের এক জায়গায় এনেছে। আগামী কয়েক মাসে স্বাস্থ্য পরিষেবার পরীক্ষা হবে। প্রচুর জীবন হারিয়ে যাবে। কিন্তু আজকের এই অন্ধকার সময়ে মানুষের উজ্জীবনী শক্তির থেকে উজ্জ্বল আর কিছু নেই।’’ দেখুন সেই ভিডিয়ো—
A post shared by Doctor Elvis (@doctor.elvis.francois) on
আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৮ হাজার ছুঁইছুঁই, করোনার কবলে গোটা বিশ্ব
আরও পড়ুন: উন্নয়নশীল দেশগুলির মধ্যে মন্দায় কম ক্ষতি হবে ভারত-চিনের অর্থনীতির, বলছে রাষ্ট্রপুঞ্জ
শুনুন জন লেননের গলায় ‘ইমাজিন’ গানটি—