John Lenon

অন্ধকার সময়ে আশার আলো যোগাচ্ছে চিকিৎসকের গলায় জন লেননের গান

চাপ কাটাতে সেই বিশ্রামের মধ্যেই গান ধরছেন কেউ কেউ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ১৫:৫৬
Share:

জন লেননের গান গাইছেন চিকিৎসকরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনাভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচাতে নিরন্তর কাজ করে চলেছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু প্রবল চাপ নিয়ে কাজের মধ্যে বিশ্রাম দরকার হয় তাঁদেরও। চাপ কাটাতে সেই বিশ্রামের মধ্যেই গান ধরছেন কেউ কেউ।

Advertisement

কয়েকদিন আগেই রাজস্থানের একদল চিকিৎসক গেয়েছিলেন ‘হম হিন্দুস্তানি’ ছবির গান ‘ছোড়ো কাল কি বাতে’। সেই গান ভাইরাল হয়েছিল। এ বার আমেরিকার দু’জন চিকিৎসকের গানের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁদেরকে গাইতে শোনা যাচ্ছে জন লেননের বিখ্যাত গান ‘ইমাজিন’।

গানের ভিডিয়ো সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন চিকিৎসক এলভিস ফ্রানকোস। যা ইতিমধ্যেই দেখা হয়েছে চার লক্ষ বারেরও বেশি। ভিডিয়ো আপলোড করে তিনি লিখেছেন, ‘‘জীবনে বহু জিনিস আমাদের বিভাজিত করে রাখে। ধর্ম, জাতি, রাজনীতি, সামাজিক অবস্থা ও আর অনেক কিছু... কিন্তু অতিমারী আমাদের এক জায়গায় এনেছে। আগামী কয়েক মাসে স্বাস্থ্য পরিষেবার পরীক্ষা হবে। প্রচুর জীবন হারিয়ে যাবে। কিন্তু আজকের এই অন্ধকার সময়ে মানুষের উজ্জীবনী শক্তির থেকে উজ্জ্বল আর কিছু নেই।’’ দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

Imagine all the people... —- In life, there are so many things that divide us. Religion, race, politics, social status and many more....But today a global pandemic brings us all together as one. —- Over the next few months our health care system will be tested. Many lives will be lost. Health care providers will be under an incredible amount of stress to save thousands of people. But when times are as dark as they are today, nothing shines brighter than the human spirit. —- There is something beautiful about a collective struggle. And the beauty in what we are facing today is that the only way to overcome this pandemic is for us to all come together as one.... —- Nurses, doctors, students, research scientists, politicians, Uber eats drivers, cashiers, factory workers etc.....Getting through this will be hard but one thing is certain...the only way we will get through it is together, as one —- — —- “You might say that I’m a dreamer. But I’m not the only one. I hope some day that you will join us...and the world will live as one....” —- —- —- Full song on IGTV —- —- —- Thankful for my brother @w_a_robinson on the piano — 📸 @kpace1914 — — — Much love to all 7.53 billion people out there, Doctor Elvis —- #covid_19 #healthcareworkers #imagine

A post shared by Doctor Elvis (@doctor.elvis.francois) on

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৮ হাজার ছুঁইছুঁই, করোনার কবলে গোটা বিশ্ব

আরও পড়ুন: উন্নয়নশীল দেশগুলির মধ্যে মন্দায় কম ক্ষতি হবে ভারত-চিনের অর্থনীতির, বলছে রাষ্ট্রপুঞ্জ

শুনুন জন লেননের গলায় ‘ইমাজিন’ গানটি—

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement