—প্রতিনিধিত্বমূলক ছবি।
গরু চুরির সন্দেহে গণপিটুনি। আর তার ফলে মৃত্যু হল এক প্রৌঢ়ের। পূর্ব বর্ধমানের মেমারির এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বেশ কিছু দিন ধরে মেমারির মেরুয়া গ্রাম ও সংলগ্ন অঞ্চলে গরু চুরি হচ্ছিল। নিজেদের গৃহপালিত পশুকে রক্ষা করতে গ্রামের বিভিন্ন পরিবারের সদস্যেরা পালা করে যে যার নিজেদের গোয়াল ঘরে শুচ্ছিলেন। রবিবার গভীর রাতে একটি গোয়ালের কাছে এক জনকে ঘুরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। এর পরেই ওই প্রৌঢ়কে আটকে গণপিটুনি শুরু করেন গ্রামের লোকেরা। পরে তাঁকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা দেহ পরীক্ষা করে জানান, প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। যদিও মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার বিশাল পুলিশবাহিনী।
এই প্রসঙ্গে এসডিপিও(সাউথ) অভিষেক মণ্ড বলেন, ‘‘গণপিটুনির ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।’’