Viral Video

মাস্ক না পরলে খুলছে না শপিং মলের দরজা

মাস্ক না পরলে কিছুতেই খুলবে না সেই দরজা। মাস্কবিহীনদের শপিং মলে ঢোকা আটকেই এই পন্থা বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা       

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২০ ১১:৫২
Share:

মাস্ক না পরলে খুলবে না শপিং মলের দরজা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনা-কালে অধিকাংশ দেশেই মাস্ক পরা বাধ্যতমূলক করা হয়েছে। শপিং মল ও বিভিন্ন রেস্তরাঁতেও মাস্ক না পরলে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু অনেকেই আছেন যাঁদের মাস্ক পরায় অনীহা প্রবল। তাঁদের মাক্স পরাতে গিয়ে নাস্তানাবুদ হতে হয় শপিং মল কর্মী থেকে অন্যদের। এই ঝামেলা এড়ানোর জন্য তাইল্যান্ডের একটি শপিং মল অত্যাধুনিক মেশিন লাগিয়েছে প্রবেশ পথে। মাস্ক না পরলে কিছুতেই খুলবে না সেই দরজা। মাস্কবিহীনদের শপিং মলে ঢোকা আটকেই এই পন্থা বলে জানা গিয়েছে।

Advertisement

নিয়াল হিবসন নামের এক টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন সেই শপিং মলের প্রবেশ পথের ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখা হয়েছে প্রায় ৭০ লক্ষ বার। দু’লক্ষেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োতে।

সেখানে দেখা যাচ্ছে, শপিং মলে ঢোকার পথে লাগানো রয়েছে ফেস ডিটেক্টর। কেউ ঢুকতে চাইলে তার সামনে মুখ রাখতে হচ্ছে। সেই মেশিনই দেখছে কোনও ব্যক্তি মাস্ক পরে রয়েছেন কি না। দেহের তাপমাত্রাও পরিমাপ করছে ওই মেশিন। মাস্ক পরে থাকলে ও গায়ে জ্বর না থাকলে তবেই পাওয়া যাচ্ছে শপিং মলে ঢোকার সুযোগ। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement