ব্রাজিলের জার্সিতে নেমার। — ফাইল চিত্র।
পরের বছর আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় হবে ফুটবল বিশ্বকাপ। সেটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে নেমারের। ব্রাজিলের তারকা ফুটবলার নিজেই এ কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি লিয়োনেল মেসি, লুই সুয়ারেসের সঙ্গে এক ক্লাবে খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন।
এক সাক্ষাৎকারে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেমার বলেছেন, “আমি চেষ্টা করব। আমেরিকায় দলের সঙ্গে যেতে চাই। জাতীয় দলে ফেরার জন্য যাবতীয় চেষ্টা করব। ওটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। শেষ সুযোগ কোনও ভাবেই হাতছাড়া করতে চাই না। বিশ্বকাপ খেলার জন্য আপ্রাণ চেষ্টা করব।”
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল এখন ষষ্ঠ স্থানে। প্রথম ছ’টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। এখনও ছ’টি ম্যাচ বাকি। ফলে ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকার কথা নয়। তবে নেমার সেই দলে থাকবেন কি না তার ঠিক নেই। চোট-আঘাতের কারণে দীর্ঘ দিনই জাতীয় দলের বাইরে তিনি।
জাতীয় দলই শুধু নয়, ক্লাবস্তরেও সে ভাবে খেলতে পারেননি তিনি। প্যারিস সঁ জরমঁ থেকে ২০২৩ সালে সৌদি আরবের আল হিলালে যোগ দেওয়ার পর থেকে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। অস্ত্রোপচারের কারণে বেশির ভাগ সময়টাই থাকতে হয়েছে মাঠের বাইরে। এ বছরের জুন পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি রয়েছে নেমারের।
তবে এখন থেকেই মেসি, সুয়ারেসের সঙ্গে ইন্টার মায়ামি ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন নেমার। বলেছেন, “মেসি এবং সুয়ারেসের সঙ্গে আর এক বার খেলতে পারলে দারুণ হবে। ওরা আমার বন্ধু। প্রায়ই কথা হয়। এই ত্রয়ীকে আবার জাগিয়ে তুললে মন্দ হয় না। আমি আল হিলাল এবং সৌদি আরবে ভাল আছি। তবে ফুটবলে অবাক হওয়ার মতো ঘটনা ঘটতেই পারে।”
কেন তিনি আমেরিকায় খেলতে যাননি সে প্রসঙ্গে নেমারের জবাব, “আমি প্যারিস সঁ জরমঁ ছাড়ার খবর প্রকাশ হওয়ার সময় আমেরিকায় ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গিয়েছিল। তাই মায়ামিতে যাওয়ার সুযোগ ছিল না। তা ছাড়া সৌদি আরবে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা খুবই ভাল।”