Spider

মানুষের মতো মুখ মাকড়সার! দেখেছেন কখনও?

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি মাকড়সা। যার দেহের পিছনের অংশ দেখতে অবিকল মানুষের মুখের মতো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৯ ১৪:৪৩
Share:

মাকড়সার জাল। ফাইল চিত্র।

সম্প্রতি চিনের একটি সংবাদ সংস্থা শেয়ার করেছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি মাকড়সা। যার দেহের পিছনের অংশ দেখতে অবিকল মানুষের মুখের মতো। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিস্মিত হয়েছেন নেটিজেনরা।

Advertisement

চিনের ওই সংবাদমাধ্যমের খবর অনুসারে, এই মাকড়সা দেখা গিয়েছে চিনের হুনান প্রদেশের য়ুয়ানজিয়াং শহরে। লি নামের এক মহিলার বাড়ির গাছে এই বিশেষ ধরনের মাকড়সাটি দেখা গিয়েছে। সবুজ রঙের এই মাকড়সাটির পিছন অংশটি পুরো মানুষের মুখের মতো। ওই অংশে এক জোড়া চোখও দেখা যাচ্ছে।

মানুষের মুখের মতো মাকড়সার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। এই ভিডিয়ো দেখে নেটিজেনদের ঘোর কিছুতেই কাটছে না। কেউ এই ধরনের মাকড়সার ধরন সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন তো কেউ এই ধরনের মাকড়সাকে এলিয়ান বলে চিহ্নিত করেছেন।

Advertisement

আরও পড়ুন: প্রতিবেশীর বাড়িতে ড্রোনে করে বাজি বর্ষণ! কারণ শুনলে চমকে যাবেন

আরও পড়ুন: পা দিলেই ব্রিজে তৈরি হচ্ছে ‘ফাটল’! তবুও এই ব্রিজ দিয়ে কী করে হেঁটে যাচ্ছেন পথচারীরা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement