Israel-Hamas Conflict

হামাসের হামলায় ভেঙেছে ঘর! সেখানে বসেই জাতীয় সঙ্গীত গাইছেন ইজ়রায়েলি সেনা, প্রকাশ্যে ভিডিয়ো

সেনার পোশাকে পিঠে ব্যাগ এবং কাঁধে ব্যাগ নিয়ে ইজ়রায়েলের জাতীয় সঙ্গীত গাইছেন ওই সেনা। তাঁ দু’হাত পিয়ানোর উপর। সামনে মোবাইল রাখা। আপন মনে গান গেয়ে চলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

গাজ়া শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ০৯:৩৫
Share:

ভাঙা বাড়িতে বসেই আপন মনে গান গেয়ে চলেছেন ইজ়রায়েলি সেনা। ছবি: টুইটার।

প্যালেস্তাইনের রকেট হামলায় ভেঙে গিয়েছে বাড়ি। তছনছ হয়ে গিয়েছে সাজানো সংসার। আর সেই ইট-কাঠ-বালির ধ্বংসস্তূপের উপর বসেই পিয়ানো বাজিয়ে দেশের জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেল এক ইজ়রায়েলি সেনাকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইজ়রায়েল সংঘাত ক্রমেই বড় আকার ধারণ করেছে। দু’পক্ষ থেকেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। হামাসের ছোড়া সে রকমই এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ওই ইজ়রায়েলি সেনার বাড়িতে। ধূলিসাৎ হয়ে যায় বাড়িটি। সেই ভাঙাচোরা বাড়িতে বসেই জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেল ওই ইজ়রায়েলি সেনাকে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, সেনার পোশাকে পিঠে ব্যাগ এবং কাঁধে ব্যাগ নিয়ে ইজ়রায়েলের জাতীয় সঙ্গীত গাইছেন ওই সেনা। তাঁ দু’হাত পিয়ানোর উপর। সামনে মোবাইল রাখা। আপন মনে গান গেয়ে চলেছেন তিনি।

Advertisement

শনিবার ‘ইজ়রায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)’ এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ওই সেনার গান গাওয়ার ভিডিয়ো পোস্ট করেছে। ভিডিয়োটি পোস্ট করে আইডিএফ লিখেছে, ‘‘হামাস জঙ্গিদের হামলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে বসে গান গাইছেন ইজ়রায়েলি সেনার এক সদস্য। হামাস আমাদের আত্মাকে নষ্ট করতে পারবে না।’’

ভিডিয়োটি পোস্ট করার পর থেকে এখনও অবধি প্রায় ৭ লক্ষ মানুষ ভিডিয়োটি দেখেছেন।

প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইজ়রায়েল সংঘাতের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজ়া ভূখণ্ডেও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। যুদ্ধের মধ্যে নিহতের সংখ্যা প্রায় চার হাজার। আহতের সংখ্যাও ১২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement