মৃত কিশোর অর্জুন। ছবি: সংগৃহীত।
বোনের সঙ্গে খেলার সময় দোলনার দড়ি জড়িয়ে বিপত্তি। দম আটকে মৃত্যু হল ১৩ বছরের কিশোরের। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের ঘটনা। কিশোরের দেহ ময়নাতদন্তের পরে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এমপি নগর থানার আধিকারিক জয়হিন্দ শর্মা জানিয়েছেন, অর্জুন নামে ওই কিশোরের মা পরিচারিকার কাজ করেন। শনিবার তিনি কাজে গিয়েছিলেন। সে সময় ছোট বোনের সঙ্গে বাড়িতে খেলা করছিল সে। আচমকাই বোন কেঁদে ওঠে। তাকে ভোলাতে দোলনায় বসায় সে। তার পরে দোল দিতে থাকে। সে সময় দোলনার দড়িতে কিশোরের গলায় ফাঁস লেগে যায়। সে জ্ঞান হারায়।
প্রতিবেশী এক কিশোর তখন ওই বাড়ির সামনে খেলা করছিল। সে অর্জুনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে নিজের দাদাকে ডেকে আনে। এর পরে অন্য প্রতিবেশীরা এসে অর্জুনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অর্জুনের মৃত্যুতে তার পরিবার কোনও অভিযোগ দায়ের করেনি। সন্দেহ প্রকাশ করেনি। ময়নাতদন্তের পরে তাই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।