গাঁজা চুরি হওয়ায় পুলিশকে ফোন। ছবি- শাটারস্টক।
আমেরিকার ফ্লোরিডার পাসকো কাউন্টি। সেখানকার শেরিফ অফিসে সম্প্রতি এক যুবক বারবার ফোন করছেন। ফোন করে তিনি বলছেন, রুমমেট তাঁর গাঁজা চুরি করে নিয়েছে। সেই গাঁজা খুঁজে পেতে বিগত কয়েকদিন ধরে পাসকো পুলিশকে উত্যক্ত করছেন তিনি। কোনও বারণই শুনছেন না তিনি। এই ঘটনার কথা নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে জানিয়েছেন সেখানকার এক পুলিশ অফিসার। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, নীল জালভা নামের এক পুলিশ অফিসারকে। গাড়িতে যেতে যেতে ভিডিয়োটি করছেন তিনি। আর সেই ভিডিয়োর মাধ্যমে ওই ব্যক্তিকে ফোন করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছেন। তিনি বলছেন, ‘‘এই মাত্র ফোনটা ধরলাম। এক যুবক ফোন করে বলছেন, তাঁর রুমমেট ২০ ডলারের গাঁজা চুরি করে নিয়েছে। এতে সে খুব হতাশ। গাঁজা চুরির অভিযোগ নিয়ে তাঁকে ফোন করতে নিষেধ করলাম আমি।’’ যদিও ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন ওই অফিসার।
এই ভিডিয়ো ভাইরাল হতেই বিষয়টি নিয়ে মজায় মেতেছেন নেটিজেনরা। দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: টাকা গুনতে নামিয়েছিল বন্দুক, তা নিজের দিকে তাক করতেই ছুট দিল চোর! দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: অফিস যাওয়ার আগে আদর করেনি মা! দু’বছরের বাচ্চার অভিমানে গলে জল নেটদুনিয়া