Viral video

পাহাড়ের খাঁজে গাছ ধরে ঝুলছেন মহিলা, উদ্ধারের আগেই ছেড়ে গেল হাত! তার পর...

হেলিকপ্টার থেকে এক ব্যক্তি কোমরে দড়ি বেঁধে নেমে মহিলাকে উদ্ধার করতে আসেন।কিন্তু তার আগেই রুবিও গাছগুলি ছেড়ে দিয়ে নীচের দিকে পড়তে থাকেন। সেখানে তাঁকে ধরে ফেলেন উদ্ধারকারী। এবার দু’জনকে এক সঙ্গে টেনে উপরে তুলে নেয় হেলিকপ্টারটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ১০:২৯
Share:

কপাল জোরে রক্ষা। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

হলিউডেপর্বতারোহনের অনেক সিনেমায় এমন দৃশ্য দেখা যায়। তেমনই দৃশ্য বাস্তবেও ধরা পড়ল। যা দেখলে গায়ে কাঁটা দিতে পারে। পাহাড়ে চড়তে গিয়ে এক মহিলা বিপদে পড়েন। শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করতে হেলিকপ্টার নামাতে হয়।

Advertisement

আমেরিকায় ক্যালফর্নিয়ার রুবিও ক্যানিওন নামে এই মহিলার ভিডিয়োটি দেখলে আপনার হলিউড সিনেমার কথাই মনে হবে। ইউটিউবে কয়েক সেকেন্ডের ভিডিয়োটি আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি পাহাড়ের খাঁজে ছোট ছোট কিছু গাছ ধরে ঝুলে রয়েছেন এক মহিলা।

হেলিকপ্টার থেকে এক ব্যক্তি কোমরে দড়ি বেঁধে নেমে মহিলাকে উদ্ধার করতে আসেন।কিন্তু তার আগেই রুবিও গাছগুলি ছেড়ে দিয়ে নীচের দিকে পড়তে থাকেন। সেখানে তাঁকে ধরে ফেলেন উদ্ধারকারী। এবার দু’জনকে এক সঙ্গে টেনে উপরে তুলে নেয় হেলিকপ্টারটি।

Advertisement

আরও পড়ুন: পূর্বাভাস মিলিয়ে সরস্বতী পুজোর সকাল থেকেই শুরু হল বৃষ্টি

বছর ষাটের রুবিও এক সঙ্গীর সঙ্গে পাহাড়ে চড়তে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে বিপদে প়ড়েন। খবর যায় উদ্ধারকারী দলের কাছে। সেখান থেকে প্রাথমিক চিকিত্সার সর়ঞ্জাম নিয়ে রুবিও-কে উদ্ধার করতে আসে দল। রুবিও-র কপাল খুব ভাল, আর একটু দেরি হলে তাঁর হাত ছেড়ে যাচ্ছিল ছোট ছোট গাছগুলি থেকে। ফলে বড় বিপদ ঘটতে পারত।

আরও পড়ুন: ৩০ দিন ধরে কুকুরের খাবার খেয়ে গেলেন যুবক!

গোটা ঘটনা ক্যামেরাবন্দি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে যায়। পরে ভিডিয়োটি ইউটিউবের পাশাপাশি, ফেসবুক, টুইটার ইনস্টাগ্রামেও আপলোড হয়। তারপরই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement