Viral Video

বাস্তবের ‘টম অ্যান্ড জেরি’! ইঁদুরের তাড়া খেয়ে ছুটছে বিড়াল

পর্দার ইঁদুর-বিড়ালের লড়াই যখন বাস্তবে ঘটে তখন তা অন্য মাত্রা আনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৮
Share:

ইঁদুরের তাড়া করেছে বিড়ালকে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জনপ্রিয় কার্টুন ‘টম অ্যান্ড জেরি’তে মজে যায় আট থেকে আশি। ইঁদুর-বিড়ালের মজাদার কাণ্ডকারখানা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরাটাই স্বাভাবিক। কিন্তু পর্দার ইঁদুর-বিড়ালের লড়াই যখন বাস্তবে ঘটে তখন তা অন্য মাত্রা আনে। যা এনেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো। ‌

Advertisement

জেমি নামের এক টুইটার ইউজার সম্প্রতি শেয়ার করেছেন সেই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখা হয়েছে প্রায় পাঁচ লক্ষ বার। সেই ভিডিয়ো নেটিজেনদের মধ্যে ফিরিয়ে দিয়েছে টম-জেরির স্মৃতি।

সেই ভিডিয়োতে ফুটপাত দিয়ে একটি ইঁদুরকে যেতে দেখা যাচ্ছে। তাই দেখে রাস্তার ওপার থেকে ছুটে এল কালো রঙের একটি বিড়াল। এসেই ইঁদুরের উপর ঝাঁপিয়ে পড়তে গেল সে। কিন্তু তাঁকে দেখেই রুখে দাঁড়াল ইঁদুরটি। তেড়ে গেল বিড়ালের দিকে। ইঁদুরের তাড়া খেয়ে দু’পা পিছলো বিড়াল। কিন্তু ইঁদুরটি এমন তাড়া শুরু করল যে বিড়ালটি রীতিমতো পালিয়ে যেতে শুরু করল। ৪৩ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা পার করেও বিড়ালকে তাড়া করছে ইঁদুরটি। সেখানে উপস্থিত কিছু পথচারীও দেখছেন ‘টম’ ও ‘জেরি’র এই কাণ্ড। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: নিমেষে ভেঙে পড়ল স্টেডিয়ামের ছাদ, মৃত্যু এক শ্রমিকের

আরও পড়ুন: ‘রবীন্দ্রনাথ-সত্যজিৎ থেকে ইলিশ ভাপা’, জাপানি মহিলার মুখে মুগ্ধ করা বাংলা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement