সাপের প্যাঁচে বনবিড়াল। ছবি: ইউটিউব থেকে নেওয়া।
জঙ্গলের নিয়মে কার কখন প্রাণ যাবে, কে কী ভাবে বেঁচে যাবে—কেউ বলতে পারে না। এর সাম্প্রতিক উদাহরণ এই ভিডিয়োর বনবিড়ালটি। আর্জেন্টিনার এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বড়সড় বনবিড়ালটিকে পেঁচিয়ে ফেলেছে বোয়া কনস্ট্রিক্টর সাপ। আর মৃত্যু্র মুখে যাওয়ার আগ লড়াই চালিয়ে যাচ্ছে বিড়ালটি। তবে বিড়ালটির ভাগ্য ভাল বলতে হবে।
দু’ দিকে সবুজ ঘাসের জঙ্গল, মাঝখান দিয়ে একটি কাঁচা মাটির রাস্তা চলে গিয়েছে। সেখান প্রথমে দূর থেকে দেখা যাচ্ছে একটি প্রাণীকে পেঁচিয়ে ফেলেছে বড় এক সাপ। ধীরে ধীরে ক্যামেরা সামনে আসে। সম্ভবত মোবাইল ক্যামেরায় গোটা ঘটনা রেকর্ড করা হয়েছে।
ক্যামেরা কাছে আসার পর দেখা যাচ্ছে, বড় এক বনবিড়ালকে পেঁচিয়ে ফেলেছে একটি বোয়া কনস্ট্রিক্টর সাপ। এই সাপগুলি নির্বিষ হলেও আকারে বেশ বড়, ও বেশ ভারী হয়। ফলে একবার ছোটখাটো কোনও প্রাণীকে পেঁচিয়ে ফেললে তাদের আর বাঁচার আশা থাকে না, যদি না ভাগ্য সঙ্গ দেয়।
আরও পড়ুন: পুরুষ সঙ্গী ছাড়াই তিন সন্তানের মা হল এক কমোডো ড্রাগন!
এখানে বনবিড়ালটিকে সাপের কবল থেকে ছাড়া পাওয়ার জন্য বেশ কয়েক বার চেষ্টা করতে দেখা যায়। কিন্তু ৫০ সেকেন্ডের ভিডিয়োর শেষ পর্যন্ত জঙ্গলি বিড়ালটিকে সাপের কবল থেকে মুক্ত হতে দেখা যায়নি।
আরও পড়ুন: মোবাইল ফোনে চার দিন বেঁচে থাকতে পারে করোনা
দেখুন সেই ভিডিয়ো:
তবে বনবিড়ালটির ভাগ্য ভাল। ব্রিটিশ সংবাদপত্র ডেলি মেল জানিয়েছে, স্থানীয়রা বিড়ালটির এই অবস্থা দেখে সাপের প্যাঁচ থেকে তাকে উদ্ধার করে। এটি উত্তর-পশ্চিম আর্জেন্টিনায় সালটার লাস লাজিটাস-এর ঘটনা।