ছেলেকে নিয়ে দৌড়। ছবি: টুইটার থেকে নেওয়া।
কত কিছুতেই না বিশ্ব রেকর্ড হয়! আমেরিকার কোলারাডোর এই ব্যক্তির কথাই ধরুন। তিনি একটি প্যারামবুলেটরে এক বছরের ছেলেকে বসিয়ে রেকর্ড সময়ে দৌড় শেষ করে রেকর্ড গড়লেন। এই কৃতিত্বের জন্যই তাঁর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ উঠতে চলেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে।
দৌড়ের আগেই কোলারাডোর বছর ৩৪-এর অ্যান্ড্রু ভস গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানতে চান, ছেলে নিয়ে এমন দৌড়ের কোনও অতীত রেকর্ড রয়েছে কি না। সেখান থেকে তিনি জানতে পারেন, এর আগে এমন ভাবে দৌড়ের রেকর্ড যেটা রয়েছে তাতে এক মাইলে সময় লেগেছিল পাঁচ মিনিট।
অ্যান্ড্রু এ বার সেই রেকর্ড ভাঙতে নামেন। তিনি ব্রুমফিল্ডের একটি স্কুলের মাঠে নিয়ে যান এক বছরের ছেলে বোধি-কে। বোধিকে একটি প্যারামবুলেটরে বসিয়ে তিনি দৌড় শুরু করেন। সেই সঙ্গে শুরু হয় স্টপ ওয়াচ। এক মাইল দৌড় শেষে দেখা যায়, অ্যান্ড্রু সময় নিয়েছেন ৪ মিনিট ৫৭.১ সেকেন্ড। অ্যান্ড্রুর এই কীর্তি এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায়।