সুপারক্যাটের তকমা পাচ্ছেন এই পোষ্য। ছবি টুইটার থেকে সংগৃহীত।
প্রাকৃতিক দুর্যোগের খবর পশু-পাখিরা নাকি আগে থেকে বুঝতে পারে। কেউ মানুক বা না মানুক, সাম্প্রতিক এক ঘটনার পর উত্তর ইতালির এক দম্পতি উপরের কথার সঙ্গে সম্পূ্র্ণ সহমত। ক্লদিও পিয়ানা ও তাঁর স্ত্রী সাবরিনা পেলেগ্রিনি নিজেদের জীবন বাঁচাতে পেরেছেন তাঁদের পোষ্য বিড়ালগুলির জন্য। পোষ্যের সতর্কবার্তাই ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে তাঁদের।
দিন চারেক আগের ঘটনা। নিজেদের বাড়িতে ঘুমিয়েছিলেন ইতালির ওই দম্পতি। তাঁরা যখন গভীর ঘুমে মগ্ন, তখন চিৎকার চেঁচামিচি শুরু করে তাঁদের দুই পোষ্য বিড়াল সিম্বা ও মোজ। পোষ্যদের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় সাবরিনার। চিৎকার থামাতে তিনি যখন পোষ্যদের কাছে যান, দেখেন সিলিং থেকে প্লাস্টারের একটি অংশ ভেঙে পড়েছে মেঝেতে। বাড়ির দেওয়ালে তখন আরও কয়েকটি ফাটল দেখতে পান তিনি।
সঙ্গে সঙ্গে আসন্ন বিপদ বুঝতে পারেন সাবরিনা। ঘুম থেকে উঠিয়ে দেন ক্লদিওকে। তার পর পোষ্যদের নিয়ে বেরিয়ে আসেন বাড়ির বাইরে। এর পরই ভেঙে পড়ে তাঁদের বাড়ি। আসলে ওই দিন রাতে ওই দম্পতি যখন ঘুমিয়ে ছিলেন, তখন ভয়ঙ্কর ঝড় হয়েছিল ওই এলাকায়। তার জেরেই ধস নামে সেখানে। ওই দম্পতির প্রতিবেশীরাও ততক্ষণে সরে গিয়েছেন নিরাপদ দূরত্বে। এর পর উদ্ধারকারী দল এসে আটকে পড়া লোকেদের উদ্ধার করেন সেখান থেকে। ধসে মৃত্যুও হয়েছে কয়েক জনের। কিন্তু বেঁচে গিয়েছেন সাবরিনারা। পোষ্যরা না থাকলে হয়ত প্রাণ হারাতে হতো তাঁদেরও। এলাকায় তারাই এখন পাচ্ছে সুপারক্যাটের তকমা।
আরও পড়ুন: দু’টো গাড়ির মুখোমুখি ধাক্কাই বাঁচিয়ে দিল তিন জনের প্রাণ! কী ভাবে দেখুন
আরও পড়ুন: নীল নয়, অস্ট্রেলিয়ার এই হ্রদের রং বাব্লগামের মতো গোলাপি! কেন জানেন?