Bizarre

ফোন থেকে দূরে রাখতে ১৮ বছরের ছেলেকে কী করল বাবা?

ডিজিটাল ডিটক্সের এই অভিনব প্রচেষ্টা মন জিতেছে নিয়েছে নেটদুনিয়ার।

Advertisement

সংবাদ সংস্থা 

ক্যালগ্যারি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ১২:২৭
Share:

মোঙ্গোলিয়াতে বাবা ও ছেলে। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ছেলে মোবাইল ছাড়া কিছু ভাবতেই পারে না। সব সময়ই মজে থাকে মোবাইলে। বছরের শুরুতে মোবাইল আসক্ত ছেলেকে নিয়ে এমন জায়গায় ঘুরতে গেলেন বাবা যেখানে না পাওয়া যাবে ইন্টারনেট, না পাওয়া যাবে মোবাইলের টাওয়ার। ডিজিটাল ডিটক্সের এই অভিনব প্রচেষ্টা মন জিতেছে নিয়েছে নেটদুনিয়ার।

Advertisement

কানাডার আলবের্তা প্রদেশের ক্যালগ্যারিতে থাকেন জেমি ক্লার্ক। অ্যাডভেঞ্চার প্রিয় এই ব্যক্তি ভালবাসেন পৃথিবীর দুর্গম স্থানে ঘুরে বেড়াতে। মাউন্ট এভারেস্টের চূড়ায় ইতিমধ্যেই দু’বার চড়েছেন তিনি। নিজের ৫০তম জন্মদিন পালনে তিনি গিয়েছেন মোঙ্গোলিয়ার দুর্গম স্থানে। সঙ্গে নিয়ে গিয়েছেন নিজের ১৮ বছরের ছেলে খোবেকে।

ছেলেকে মোবাইল থেকে দূরে রাখতে এ রকম দুর্গম জায়গায় গিয়েছেন ক্লার্ক। ঘোড়া, মোটরবাইক ও উঠের পিঠে চড়ে দু’হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বাবা-ছেলে। এই সফর শেষে ফোন থেকে দূরে থাকা ১৮ বছরের খোবে এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘ঘুরতে গিয়ে বারবার ফোনকে মিস করছিলাম আমি। কিন্তু বাবাকে আরও কাছ থেকে জানতে পেরে খুশি হয়েছি আমি।’’

Advertisement

আরও পড়ুন: ইরানের ‘যুদ্ধ নিশান’, ‘টার্গেট’ তৈরি ট্রাম্পের

আরও পড়ুন: এখন শুধুই ঝলসানো লাল আকাশ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement