Viral

৬০ বছর পর ফের একই সাজে, ‘নব দম্পতি’-র বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কী করে এত দিন ধরে বিয়ে টিকিয়ে রাখলেন, তা জানতে চান তাঁদের কাছে অনেকে। ‘নব দম্পতি’ তাঁদের পাঁচটি ‘মন্ত্র’ বলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৩
Share:

মার্ভিন এবং লুসিল স্টোন। ফেসবুক থেকে নেওয়া ছবি।

প্রত্যেকের জীবনে বিয়ে একটি বিশেষ মুহূর্ত। আর তার স্মৃতি সবাই নিজেদের মতো করে ধরে রাখেন। কখনও তা ছবি, ভিডিয়ো বা আত্মীয়-বন্ধু-বান্ধবদের সঙ্গে পুরনো গল্পের মাধ্যমে। অনেকেই সেই পুরনো স্মৃতিকে নতুন করে তৈরি করার কথা ভাবেন, কিন্তু হয়ে ওঠে না। তবে এই বৃদ্ধ দম্পতি তা করে দেখালেন। বিয়ের ৬০ বছর পর আবার 'বিয়ে করলেন' তাঁরা পরস্পরকে।

Advertisement

১৯৬০ সালে বিয়ে করেছিলেন মার্ভিন এবং লুসিল স্টোন। আমেরিকার নেব্রাস্কায় স্টারলিং নামে এক গ্রামের বাসিন্দা তাঁরা। সম্প্রতি তাঁদের বিয়ের ৬০ বছর পূর্ণ হয়। এই দিনটিকে তাঁরা বিশেষ ভাবে পালন করার পরিকল্পনা করেন। তবে সেই পরিকল্পনা ছিল চমকে ভরা। ছয় দশক পর তাঁরা আবার একই রকম ভাবে বিয়ের আয়োজন করেন। সেই একই জায়গায়, একই রকম বিয়ের পোশাকে হাজির হন তাঁরা। তাঁদের নতুন করে এই বিয়ের আসরের ছবি পোস্ট হয়েছে 'কেটি অট্রি ফোটোগ্রাফি' নামে এক ফেসবুক পেজে।

কী করে এত দিন ধরে বিয়ে টিকিয়ে রাখলেন, তা জানতে চান তাঁদের কাছে অনেকে। ‘নব দম্পতি’ তাঁদের পাঁচটি ‘মন্ত্র’ বলেছেন–

Advertisement

১ কঠোর শ্রম।

২. পরস্পরের প্রতি সহমর্মিতা।

৩. ভেবেচিন্তে কথা বলা।

৪. একজনের দুর্বলতাকে আর একজনের শক্তি দিয়ে অতিক্রমের মনোবৃত্তি।

৫. নিজের বিশ্বাসে অটল থাকা।

আরও পড়ুন: মহিলার মুখের ভিতর থেকে টেনে বার করা হল ৪ ফুট লম্বা সাপ!

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এ ডিসলাইক পড়ল প্রায় ৬ গুণ

ফেসবুকে ছবিগুলি ২১ অগস্ট পোস্ট হয়েছে। এখনও পর্যন্ত সেগুলি এক হাজার ৮০০-র বেশি লাইক পেয়েছে, সেই সঙ্গে শেয়ার হয়েছে প্রায় এগারোশো। অনেক নেটাগরিক তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

দেখুন সেই পোস্ট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement