আপ সাংসদ সঞ্জয় সিংহ। —ফাইল চিত্র।
বিজেপির প্রাক্তন সাংসদ, দিল্লির বিধানসভা ভোটে প্রার্থী প্রবেশ বর্মার সরকারি বাংলোয় ‘৩৩ জন’ ভোটার! কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরির সরকারি বাংলোয় ‘২৬ জন’ ভোটারের নাম নথিবদ্ধ করার আবেদন! মন্ত্রী কমলেশ পাসোয়ানের সরকারি বাংলোতেও ‘২৬ জন’ ভোটারের নাম নথিবদ্ধের আবেদন এসেছে! এই উদাহরণ তুলে আজ নতুন করে আম আদমি পার্টি বিজেপির বিরুদ্ধে দিল্লির ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগ তুলল। অরবিন্দ কেজরীওয়ালের দাবি, ‘‘এ থেকেই স্পষ্ট, বিজেপি ভোটে লড়ে না। শুধু প্রতারণা করে। না হলেএক এক জনের বাড়িতে এত ভোটার? এরা কারা?’’
আপ সাংসদ সঞ্জয় সিংহ অভিযোগ তুলেছেন, বিজেপি ভোটার তালিকায় কারচুপি করে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। তাঁর অভিযোগ, বিজেপির প্রাক্তন সাংসদ প্রবেশ বর্মা তাঁর সাংসদ পদের মেয়াদ ফুরনোর সাত মাস পরেও সরকারি বাংলো দখল করে বসে রয়েছেন। এখন সেই বাংলোর ঠিকানায় ৩৩ জন ভোটারের নাম তোলা হচ্ছে। আরও দুই মন্ত্রীর বাড়িতেও ২৬ জন করে ভোটারের নামে আবেদন জমা পড়েছে। এক দিকে এই ভাবে নতুন ভোটারের নাম যোগ করা হচ্ছে, অন্য দিকে আসল ভোটারদের নাম বাতিল করার জন্য বিজেপি সাড়ে পাঁচ হাজার আবেদন করেছে বলে সঞ্জয়ের অভিযোগ।
এর পাশাপাশি কেজরীওয়াল আজ দাবি করেছেন যে, মহিলাদের সম্পর্কে কুকথা বলার জন্য ‘খ্যাত’ রমেশ বিধুড়ীকেই নাকি বিজেপি তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে চলেছে। বিধুড়ী গত দশ বছরে সাংসদ হিসেবে কী কাজ করেছেন, আগামী দিনে কী কাজ করবেন, তাই নিয়ে কেজরীর সঙ্গে প্রকাশ্যে বিতর্কে আসার জন্য চ্যালেঞ্জও করা হয়েছে তাঁকে। দিল্লির রাস্তায় কেজরীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে ঘোষণা করে হোর্ডিং দিয়েছে আপ। সেখানে বিজেপির মুখ কে, এই প্রশ্ন তুলে শূন্যস্থান রাখা হয়েছে। বিজেপি অবশ্য আজ তার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আরও ২৯ জনের নাম ঘোষণাকরা হয়েছে েসখানে। তবে দলের মুখ্যমন্ত্রী প্রার্থী কে, সেটা এই তালিকাতেও স্পষ্ট হয়নি।