Viral

পাখি না ডায়নোসর? ১২ কোটি বছর আগের জীবাশ্ম দিচ্ছে চমকপ্রদ তথ্য

সম্প্রতি জীবাশ্মগুলি নিয়ে গবেষণা শুরুর পর চমকপ্রদ তথ্য উদঘাটিত হতে থাকে। জীবাশ্মগুলিতে ডায়নাসোর আর পাখি, দু’টিপ্রজাতির বৈশিষ্ট খুঁজে পান বিজ্ঞানীরা। দু’টি পা যুক্ত এই প্রাণীটি ক্রিটেসাস যুগের। সে সময় পৃথিবীতে ডায়নোসরেরা দাপিয়ে বেড়াচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৮:৩২
Share:

প্রতীকী চিত্র। শাটারস্টক থেকে নেওয়া ছবি।

ডায়নোসর থেকে পাখির বিবর্তনের পথে যে ফাঁক ফোকরগুলি বিজ্ঞানীরা একদিন খুঁজে পাননি এবার হয়তো তার কিছুটা সমাধান হতে পারে। চিনে আবিষ্কার হওয়া জীবাশ্ম দেখে এমনটাই ধারণা করছেন তাঁরা। যে জীবাশ্মটি নিয়ে এখন জোর আলোচনা চলছে তার বয়স কম করে ১২ কোটি বছর।

Advertisement

চিনের জেহোল এলাকায় জীবাশ্মটি প্রায় এক দশক আগে পাওয়া গিয়েছিল। এক কৃষক চাষ করার সময় প্রথম দেখতে পান। সেগুলি উদ্ধার করা হলেও বছর খানেক আগেও সেগুলি ফেলেই রাখা হয়েছিল। কোনও গবেষণা শুরু হয়নি এগুলির উপর।

সম্প্রতি জীবাশ্মগুলি নিয়ে গবেষণা শুরুর পর চমকপ্রদ তথ্য উদঘাটিত হতে থাকে। জীবাশ্মগুলিতে ডায়নাসোর আর পাখি, দু’টিপ্র জাতির বৈশিষ্ট খুঁজে পান বিজ্ঞানীরা। দু’টি পা যুক্ত এই প্রাণীটি ক্রিটেসাস যুগের। সে সময় পৃথিবীতে ডায়নোসরেরা দাপিয়ে বেড়াচ্ছে।

Advertisement

আরও পড়ুন: ডায়নোসোরের মতো দেখতে প্রাণী ভেজে খেলেন মত্স্যজীবী

দ্য অ্যানাটমিকল রেকর্ড পত্রিকায় সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে জীবাশ্মটিতে পালকের মতো নরম কলা(টিস্যু)-র অস্তিত্ব মিলেছে। এই টিস্যু সামনের ও পিছনের পায়ে পাওয়া গিয়েছে। হাড় যুক্ত একটি লম্বা লেজের মতো অংশ পাওয়া গিয়েছে জীবাশ্মটিতে, তাতে আবার দু’টি বড় বড় পালককের অস্তিত্ব মিলেছে।

আরও পড়ুন: গরম কফি বরফে ঢেলে দিতেই বেরিয়ে এল তিন বিড়াল ছানা

সান দিয়েগো ন্যাচারল হিস্ট্রি মিউজিয়ামের এক বিজ্ঞানী অ্যাসলে পাউস্ট জানিয়েছেন, এই জীবাশ্ম দেখে মনে হচ্ছে ডায়নোসরদের পালক, পাখিদের থেকে একটু অন্য ভাবে ডেভেলপ হয়েছিল। এমনও হতে পারে ডায়নোসরদের এমন পালক ও লেজ নির্দিষ্ট কোনও কাজের জন্য তৈরি হয়েছিল। ফলে এটি ডায়নোসর, না ডায়নোসর ও পাখির মধ্যবর্তী কোনও প্রাণী, পরে হয়তো তার নির্দিষ্ট উত্তর মিলবে।

আরও পড়ুন: গল্প হল সত্যি! মরার ভান করে বাঘের মুখ থেকে রক্ষা, ভাইরাল ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement