অস্ত্রচুক্তি ছাড়ল আমেরিকা

ঠান্ডা যুদ্ধে ইতি টানতে ১৯৮৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ০৩:৪৪
Share:

রাশিয়ার সঙ্গে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি (আইএনএফ) থেকে সরে আসার কথা আগেই ঘোষণা করেছিল আমেরিকা। সেইমতো শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। শুক্রবার থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। আমেরিকার এই পদক্ষেপ রাশিয়ার সঙ্গে নতুন করে অস্ত্র-প্রতিযোগিতার পথ প্রস্তুত করল বলে মনে করছেন কূটনীতিবিদরা।

Advertisement

ঠান্ডা যুদ্ধে ইতি টানতে ১৯৮৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তাতে স্থির হয়, ৫০০ থেকে ৫৫০০ কিলোমিটারের মধ্যে অর্থাৎ মাঝারি পাল্লার কোনও ক্ষেপণাস্ত্র ছুড়বে না দু’পক্ষ। চিরাচরিত এবং পরমাণু, দু’ধরনের ক্ষেপণাস্ত্রের উপরেই এই নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু ক্ষমতায় আসার পরে ট্রাম্প প্রশাসন দাবি করে, রাশিয়া চুক্তি ভেঙেছে। অভিযোগ মানেনি মস্কো।

এ বছরের গোড়ায় ট্রাম্প প্রশাসন জানায়, এই চুক্তি থেকে তারা বেরিয়ে আসতে চায়। তা নিয়ে কথাবার্তা শুরু হয় রাশিয়ার সঙ্গে। সম্প্রতি আমেরিকার নতুন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার বলেছিলেন, ‘‘দু’তরফের সহায়তা ছাড়া চুক্তি বজায় রাখা সম্ভব নয়।’’ ফেব্রুয়ারি মাস থেকে চুক্তি ছেড়ে বেরনোর প্রক্রিয়া শুরু করেছিল আমেরিকা। জুলাইয়ের গোড়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাতে স্বাক্ষর দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement