Gurpatwant Singh Pannun

পন্নুন-তদন্তে দিল্লিকে বার্তা আমেরিকার

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ০৮:১৬
Share:

গুরপতবন্ত সিংহ পন্নুন। —ফাইল ছবি।

খলিস্তানপন্থী হরদীপ সিংহ নিজ্জরের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন ভারতীয়কে সম্প্রতি গ্রেফতার করেছে কানাডার পুলিশ। আবার আমেরিকায় খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিংহ পন্নুনকে খুনের ছক কষার দায়ে আমেরিকার অনুরোধেই চেক প্রজাতন্ত্রে গ্রেফতার করা হয়েছিল নিখিল গুপ্ত নামে এক ভারতীয়কে। গত কাল এক সাংবাদিক বৈঠকে পন্নুন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে আমেরিকান বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ভারতের উচিত, ‘অত্যন্ত গুরুত্ব দিয়ে’ বিষয়টির তদন্ত করা।

Advertisement

তাৎপর্যপূর্ণ ভাবে, চেক প্রজাতন্ত্র থেকে আমেরিকায় নিখিলের প্রত্যর্পণের উপরে গত জানুয়ারিতেই স্থগিতাদেশ জারি করেছে চেক প্রজাতন্ত্রের সর্বোচ্চ তথা সাংবিধানিক আদালত। এক রায়ে এই আদালত বলেছে, নিখিলের প্রত্যর্পণ বিলম্বিত হলে জনস্বার্থের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও ক্ষতি হবে না, যতটা হবে নিখিলের নিজের। সাংবিধানিক আদালত চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত এ বিষয়ে চেক প্রজাতন্ত্রের আইন মন্ত্রকেরও কিছু করার নেই। এই আবহে গত কাল পন্নুন-হত্যার ছক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন মিলার। প্রথমে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আপনারা কানাডার তদন্তের গতিপ্রকৃতি জানতে সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। আমেরিকা যে অভিযোগ এনেছে, তা নিয়ে বিচার দফতরই যা বলার বলবে। বিদেশ দফতরের তরফে একটাই কথা বলার। প্রথম যখন এই অভিযোগ প্রকাশ্যে এসেছিল, তখনই আমরা স্পষ্ট বলেছিলাম, বিষয়টিকে ভারতের অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং তদন্ত করা উচিত।’’

সম্প্রতি আমেরিকার ‘দ্য ওয়াংশিটন পোস্ট’ সংবাদপত্রের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পন্নুন-হত্যার ছকে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ জড়িত। ভারত গোড়া থেকেই বিষয়টি অস্বীকার করেছে। তবে একটি তদন্ত কমিটি গড়ার কথা জানিয়েছিল নয়াদিল্লি। গত কাল সেই প্রসঙ্গে মিলার বলেছেন, ‘‘ওঁরা একটা কমিটি গড়েছেন। কাজ চলছে। আমরা তার ফলাফল দেখার অপেক্ষায় আছি। আমরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি এবং মনে করছি, ওঁদেরও গুরুত্ব দেওয়া উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement