২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই সময়ে তাজ হোটেলের সামনের দৃশ্য। —ফাইল চিত্র।
২৬/১১ মুম্বই হামলায় দোষী সাব্যস্ত তাহাউর রানাকে আমেরিকা থেকে এ দেশে নিয়ে আসতে চাইছে ভারত। কিন্তু সেই প্রত্যর্পণ এড়ানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গিহানার অন্যতম চক্রী রানা। প্রত্যর্পণ এড়াতে আমেরিকার সুপ্রিম কোর্টের মামলাও করেছেন তিনি। সেই মামলা খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে আমেরিকার সরকারও।
ভারতের হাতে প্রত্যর্পণ ঠেকাতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন মুম্বই হামলার এই চক্রী। আমেরিকার একাধিক নিম্ন আদালতে এবং প্রাদেশিক আদালতে মামলা করেছেন। কিন্তু কোনও জায়গা থেকেই বিশেষ সুরাহা করতে পারেননি। প্রতিটি ক্ষেত্রেই আমেরিকার আদালত রানার বিরুদ্ধেই রায় দিয়েছে। এই অবস্থায় গত ১৩ নভেম্বর আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুম্বই হামলার অন্যতম চক্রী। আইনি মারপ্যাঁচে ভারতের হাতে প্রত্যর্পণ ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন অভিযুক্ত। সুপ্রিম কোর্টেই প্রত্যর্পণ ঠেকানোর শেষ সুযোগ রানার। চলতি সপ্তাহে আমেরিকার সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রেলগর সুপ্রিম কোর্টে আবেদন জানান যাতে রানার মামলা খারিজ করা হয়। ২০ পাতার ওই আবেদনপত্রে তিনি রানার প্রত্যর্পণ আটকানোর আর্জির বিরুদ্ধে যুক্তি সাজিয়েছেন।
২০০৮ সালের নভেম্বর মাসের ওই জঙ্গি হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ওই বছরের ২৬ নভেম্বর মুম্বই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন ছ’জন মার্কিন নাগরিকও। ওই হামলায় যোগ পাওয়া গিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার। দোষী প্রমাণিত হয়েছেন তিনি। বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলসে একটি জেলে বন্দি রয়েছেন তিনি। আমেরিকা থেকে তাঁকে ভারতে নিয়ে আসার জন্য ইতিমধ্যে প্রত্যর্পণের আর্জি জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু আইনের ফাঁকফোকর খুঁজে প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুম্বই হামলার অন্যতম চক্রী।