Donald Trump

লেখিকাকে যৌন নিগ্রহ! ট্রাম্পকে দিতে হবে ৫০ কোটি টাকা, অস্বস্তিতে হবু প্রেসিডেন্ট

আমেরিকার এক পত্রিকার লেখক ই.জিন ক্যারোল ২০১৯ সালে প্রকাশিত একটি বইয়ে ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তাঁর দাবি, ১৯৯৬ সালে ম্যানহ্যাটনে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১০:৩৪
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

লেখিকাকে যৌন নিগ্রহ করায় এ বার আপিল আদালতেও দোষী সাব্যস্ত হলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের নির্দেশে অভিযোগকারিণীকে ৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকা) জরিমানা দিতে হবে ট্রাম্পকে।

Advertisement

আমেরিকার এক পত্রিকার লেখক ই.জিন ক্যারল ২০১৯ সালে প্রকাশিত একটি বইয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তাঁর দাবি, ১৯৯৬ সালে ম্যানহ্যাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ডোনাল্ড তাঁকে ধর্ষণ করেন। ট্রাম্পের বিরুদ্ধে আদালতেও যৌন হেনস্থার মামলা শুরু হয়। কিন্তু একাধিক বার ক্যারলের এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ট্রাম্প। ২০২৩ সালের মে মাসে জুরির ন’জন সদস্য এই মামলার রায় ঘোষণা করেন। ডোনাল্ডকে তাঁরা দোষী সাব্যস্ত করেন। কিন্তু ধর্ষণের অভিযোগে নয়, ক্যারলের মানহানির অভিযোগে ডোনাল্ডকে জরিমানাও করা হয়। আদালত নির্দেশ দেয়, ক্ষতিপূরণ হিসাবে ক্যারলকে ৫০ লক্ষ ডলার দেবেন ট্রাম্প।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল আদালতের দ্বারস্থ হন ট্রাম্পের আইনজীবী। যদিও সোমবার আগের রায়ই বহাল রাখেন আপিল আদালতের বিচারকেরা। এর ফলে জানুয়ারি মাসে দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলা ট্রাম্পের অস্বস্তি বাড়ল বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement