Israel-Hamas Conflict

১০০ প্যালেস্টাইনি শিশু প্রতি দিন হতাহত হচ্ছে গাজ়ায়! ইজ়রায়েলি হামলার পরিণাম জানাল রাষ্ট্রপুঞ্জ

যুদ্ধবিরতি ভেঙে মার্চের গোড়ায় ইজ়রায়েলি ফৌজ গাজ়ায় নতুন করে অভিযান শুরু করেছিল। তার পর থেকে প্যালেস্টাইনি ভূখণ্ডে দ্রুত বেড়ে চলেছে হতাহতের সংখ্যা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১০:০২
Share:
ইজ়রায়েলি হামলায় বিপন্ন শৈশব।

ইজ়রায়েলি হামলায় বিপন্ন শৈশব। ছবি: এএফপি।

স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি সংগঠন হামাসকে নির্মূল করা এখনও সম্ভব হয়নি। কিন্তু ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে নতুন করে সেনা অভিযান শুরুর পরে গাজ়ায় প্রতি দিন অন্তত ১০০ জন শিশু নিহত বা গুরুতর আহত হচ্ছে!

Advertisement

যুদ্ধবিরতি ভেঙে মার্চের গোড়ায় ইজ়রায়েলি ফৌজ গাজ়ায় হামাস বিরোধী অভিযান শুরু করেছিল। প্যালেস্টাইনি শরণার্থী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউএনআরডব্লিউএ-র রিপোর্ট জানাচ্ছে, গত ১৮ মার্চ থেকে প্রতি দিন অবরুদ্ধ গাজ়ায় অন্তত ১০০ প্যালেস্টাইনি শিশু হতাহত হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরেই গাজ়ায় হানা দিয়েছিল ইজ়রায়েলি সেনা। প্রথমে বন্দুকের নলের সামনে রেখে উত্তর গাজ়া ফাঁকা করানো হয়। এর পরে স্থল অভিযানে মধ্য ভূখণ্ডও গ্রাস করেছে তারা। ঘরবাড়ি, হাসপাতাল, ধূলিসাৎ করেছে। তার পর টানা হামলা চলেছে দক্ষিণে, খান ইউনিসে। এ বার ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিশানা গাজ়া ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্ত রাফা। সেখান থেকে প্যালেস্টাইনিদের সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। গাজ়া ভূখণ্ডের দক্ষিণতম শহর রাফার বিভিন্ন শরণার্থী শিবিরে কয়েক লক্ষ গৃহহীন প্যালেস্টাইনি শরণার্থী রয়েছেন। সেখানে ইজ়রায়েলি সেনা গ্রাউন্ড অপারেশন শুরু করলে বহু প্রাণহানির আশঙ্কা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement