Donald Trump

মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগ ও সাইবার কমান্ডের প্রধান টিমোথি হফকে বরখাস্ত করলেন ট্রাম্প

এর আগে ফ্রেব্রুয়ারি মাসে আমেরিকার সেনা সর্বাধিনায়কের পদ (চেয়ারম্যান, ‘জয়েন্ট চিফস অফ স্টাফ’) থেকে ট্রাম্প বরখাস্ত করেছিলেন জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৬:৫০
Share:
Donald Trump dismissed Head of National Security Agency and US Cyber Command chief General Timothy D Haugh

এ বার ট্রাম্পের কোপে টিমোথি হফ। —ফাইল চিত্র।

আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং সাইবার সুরক্ষা বিভাগের প্রধান জেনারেল টিমোথি হফকে হঠাৎ বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনএসএর সহকারী প্রধান ওয়েন্ডি নোবলকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে। তবে শুক্রবার তাঁকে সামরিক গোয়েন্দা শাখার একটি পদে পুনর্বাসন দেওয়া হয়েছে বলে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।

Advertisement

প্রকাশিত খবরে দাবি, মার্কিন সাইবার কমান্ডের সহকারী প্রধান উইলিয়াম হার্টম্যানকে ভারপ্রাপ্ত এনএসএ পরিচালক এবং শিলা টমাসকে ভারপ্রাপ্ত সহকারী পরিচালক পদে নিয়োগ করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে হোয়াইট হাউস বা পেন্টাগনের তরফে এ বিষয়ে শুক্রবার কোনও বিবৃতি দেওয়া হয়নি।

প্রসঙ্গত, এর আগে ফ্রেব্রুয়ারি মাসে আমেরিকার সেনা সর্বাধিনায়কের পদ (চেয়ারম্যান, ‘জয়েন্ট চিফস অফ স্টাফ’) থেকে ট্রাম্প বরখাস্ত করেছিলেন জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে! আমেরিকার ইতিহাসে জেনারেল ব্রাউন ছিলেন দ্বিতীয় কৃষ্ণাঙ্গ সেনা সর্বাধিনায়ক। ট্রাম্প সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতারা। সেনেটর মার্ক ওয়ার্নার শুক্রবার বলেন, ‘‘এক জন দক্ষ এবং নিরপেক্ষ গোয়েন্দা কর্তাকে বরখাস্ত করে প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তার প্রতি তাঁর চরম অবহেলার প্রমাণ দিলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement