Waqf (Amendment) Bill

‘সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ’, ওয়াকফ বিল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস

নতুন বিলে ওয়াকফ কাউন্সিলে এই প্রথম বার দু’জন অমুসলিমকে স্থান দেওয়ার কথা বলা হয়েছে, যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১১:৫৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘অসাংবিধানিক’ বলে অভিযোগ করা হয়েছিল আগেই। এ বার লোকসভা এবং রাজ্যসভায় নরেন্দ্র মোদী সরকারের পাশ হওয়া ওয়াকফ (সংশোধনী) বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা দিল কংগ্রেস। এআইসিসির মুখপাত্র জয়রাম রমেশ শুক্রবার বলেন, ‘‘আমরা দ্রুত ‘ওয়াকফ (সংশোধনী) বিল-২০২৫’-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হব।’’

Advertisement

টানা ১২ ঘণ্টা বিতর্কের পরে বুধবার মধ্যরাতে লোকসভায় পাশ হয়েছিল ওয়াকফ বিল। পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২টি ভোট পড়েছিল। প্রায় ১৩ ঘণ্টা বিতর্কের পরে বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভাতেও ১২৮-৯৫ ভোটে পাশ হয় বিলটি। নতুন বিলে ওয়াকফ কাউন্সিলে এই প্রথম বার দু’জন অমুসলিমকে স্থান দেওয়ার কথা বলা হয়েছে। যা আদতে মুসলিমদের স্বাধীন ধর্মাচরণের সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে কংগ্রেসের অভিযোগ

দলের রাজ্যসভা সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির দাবি, ধর্মীয় কোনও প্রথা বা ব্যবস্থাপনা যদি সেই ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ হয়, তা ভারতীয় সংবিধানের ২৫ এবং ২৬ অনুচ্ছেদের মাধ্যমে সুরক্ষিত। যদি আইন কোনও ধর্মের প্রতিষ্ঠান চালাতে বাধা দেয়, সেই আইন অসাংবিধানিক। ওয়াকফ মুসলিমদের ধর্মাচরণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ। নতুন সংশোধনী বিলে তাতে অবাঞ্ছিত হস্তক্ষেপের বন্দোবস্ত করা হয়েছে। তাই আদালতে এই বিলকে চ্যালেঞ্জ করা হবে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আর এক শরিক ডিএমকেও ইতিমধ্যেই ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়েও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। সেই মামলা এখনও বিচারাধীন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement