Ukraine

মাঝ আকাশে গুলি করে ড্রোন ধ্বংস ইউক্রেনীয় বিমানবাহিনীর! মুহূর্তে বদলে গেল আগুনের গোলায়

বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গত ৪মে-র। প্রেসিডেন্টের দফতরের অদূরেই এই ড্রোন ধ্বংস করে বিমানবাহিনী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ১৪:৫৫
Share:

আকাশে আগুনের সেই গোলা। ছবি: সংগৃহীত।

উড়ন্ত ড্রোনকে গুলি করে নামাল ইউক্রেনের বিমানবাহিনী। মুহূর্তেই সেটি বদলে গেল আগুনের গোলায়। সেই গোলা দ্রুত গতিতে নেমে এল মাটিতে। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গত ৪মে-র। প্রেসিডেন্টের দফতরের অদূরেই এই ড্রোন ধ্বংস করে বিমানবাহিনী। এর পরই জল্পনা ছড়ায়, তা হলে কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ‘বদলা’ নাকি? যদিও সেই তত্ত্ব খারিজ করেছে খোদ ইউক্রেনই।

সরকারি সূত্রে জানানো হয়েছে, ওই ড্রোনটি তাদেরই। প্রযুক্তিগত কারণে সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। কোনও ভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। তাই বিমানবাহিনী সেটিকে গুলি করে নামায়। তবে প্রেসিডেন্টের দফতরের চিফ অফ স্টাফ অ্যান্দ্রি ইয়েরমাক প্রথমে দাবি করেছিলেন এটি শত্রুপক্ষের ড্রোন। যদিও পরে তিনি স্বীকার করে নেন যে, শত্রুপক্ষের নয়, ওটি আসলে তাদের একটি ড্রোন ছিল। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তাই ড্রোনটিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা এএফপি-র প্রতিবেদন বলছে, স্থানীয় সময় রাত ৮টা নাগাদ ব্যরাকটার টিবি২ মানববিহীন ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কিভে প্রেসিডেন্টের দফতরের অদূরে সেটিকে ধ্বংস করা হয়। মাঝ আকাশেই ১৫-২০ মিনিট বিস্ফোরণ হয়। তার পর আগুনের বিশাল গোলা মাটিতে নেমে আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement