আহত ভারতীয় পড়ুয়া হরজ্যেৎ সিংহ। ছবি: টুইটার
ভারতীয় দূতাবাসের তরফ থেকে কোনও স্পষ্ট উত্তর পাচ্ছি না। এমনটাই জানালেন ইউক্রেনে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া হরজ্যেৎ সিংহ। হরজ্যেৎ দিল্লির বাসিন্দা। একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানান, নিজের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তিনি ভারতীয় দূতাবাসে জানালেও তাঁদের কাছ থেকে কোনও স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। আধিকারিকদের কাছে ফোন করে সাহায্য চাইলে তাঁরা পাল্টা বিভিন্ন প্রশ্ন করতে থাকেন বলেও তিনি জানান। অথচ তিনি যে হাসপাতালে ভর্তি, সেখান থেকে ভারতীয় দূতাবাস মাত্র ২০ মিনিট দূরে বলেও উল্লেখ করেন হরজ্যেৎ। তিনি এই বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।
ইউক্রেন, মস্কো আগ্রাসনের মুখে পড়ার পর দেশ ছাড়ার পরিকল্পনা করেন হরজ্যেৎ। প্রথমে ট্রেনে চেপে শহর ছাড়ার পরিকল্পনা করলেও তাঁকে কিভ স্টেশনে ট্রেনে চাপতে দেওয়া হয়নি। এর পর ট্যাক্সি করেই কিভ ছেড়ে পোল্যান্ড পালানোর পরিকল্পনা করেন তিনি। রবিবার দিন রাতে শহর ছাড়ার সময় হঠাৎই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালান সেনারা। এই গুলি চালানোর সময়ই একাধিকবার গুলিবিদ্ধ হন তিনি। তাঁর বুকে, কাঁধে এবং হাঁটুতে গুলি লাগে। বেশ কিছু ঘণ্টা রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকার পরে একটি অ্যাম্বুলেন্স তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, এর আগেও রুশ হামলার মুখে পড়ে প্রাণ হারান কর্নাটকের বাসিন্দা এক মেডিক্যাল পড়ুয়া। মঙ্গলবার খারকিভে বোমা বিস্ফোরণের ফলে এই ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়। তিনি উত্তর কর্নাটকের বাসিন্দা। নিহত পড়ুয়ার নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। নবীন মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেই মুহূর্তেই ওই জায়গায় আছড়ে পড়ে রুশ বোমা। এর ফলে তাঁর মৃত্যু হয়।