Russia

United States Embassy: মস্কোয় আমেরিকার দূতাবাসের ঠিকানা লেখা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশে, কারণটা অদ্ভুত

জুন মাসে মস্কো ঘোষণা করে যেখানে আমেরিকার দূতাবাস অবস্থিত তার ঠিকানা ১ ডোনেৎস্ক পিপলস রিপাবলিক স্কোয়ার।

Advertisement

সংবাদ সংস্থা

মস্কো শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ২৩:২৫
Share:

ছবি: সংগৃহীত।

আমেরিকাকে রীতিমতো বিড়ম্বনায় ফেলেছে রাশিয়া। মস্কোয় আমেরিকার দূতাবাসের ঠিকানাটাই বদলে দিয়েছে পুতিন প্রশাসন। ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অংশের নামে নামকরণ হয়েছে আমেরিকার দূতাবাস সংলগ্ন চত্বরটি। ফলে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হয়েছে আমেরিকাকে। দূতাবাস কর্তৃপক্ষ এখন তাদের ওয়েবসাইটে ঠিকানা লিখছেন ৫৫,৭৫৫৬৬ ডিগ্রি উত্তর, ৩৭,৫৮০২৮ পূর্ব।

Advertisement

জুন মাসে মস্কো ঘোষণা করে যেখানে আমেরিকার দূতাবাস অবস্থিত তার ঠিকানা ১ ডোনেৎস্ক পিপলস রিপাবলিক স্কোয়ার। প্রসঙ্গত ইউক্রেনের পূর্বাংশে যে বিচ্ছিন্ন অংশকে রাশিয়া স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে সেটির নামেই এ নামকরণ। ইউক্রেনে অভিযানের আগে থেকেই এই স্বীকৃতি দিয়েছিল রাশিয়া।

ওয়েবসাইটে তাদের ঠিকানা বদলে দিলেও ‘এমব্যাসি ও কনস্যুলেট’ বিভাগে তাদের পুরনো ঠিকানাই এখনও জ্বলজ্বল করছে। ৮ বলশয় দেভিয়াতিনস্কি পেরেউলক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement