ফের কাবুলে তালিবান হানা, হত ১২

আজ ফের কাবুলে হামলা চালিয়ে সমঝোতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল তালিবান। এ দিনের গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন ১২ জন।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪০
Share:

কাবুলে বৃহস্পতিবার গাড়িবোমা বিস্ফোরণের পরে। এপি

তালিবানের সঙ্গে শান্তি আলোচনা চালাচ্ছে আমেরিকা। হয়েছে প্রাথমিক সমঝোতাও। যার জেরে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেবে আমেরিকা। গত কালই এই সমঝোতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আফগানিস্তান সরকার।

Advertisement

আজ ফের কাবুলে হামলা চালিয়ে সমঝোতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল তালিবান। এ দিনের গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন ১২ জন। তাঁদের মধ্যে আমেরিকা এবং রোমানিয়ার দু’জন সেনা রয়েছেন। বাকি ১০ জন আফগান। কয়েক ঘণ্টা পরেই আবার আফগান সেনার একটি ঘাঁটিতে বিস্ফোরণ হয়। তাতে চার জন আফগান নিহত হয়েছেন। হামলার দায় নিয়েছে তালিবান। সোমবারও তালিবানি হামলায় কাবুলে ১৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, আজ কাবুলের শ্যাশ দরক এলাকার মার্কিন দূতাবাস ও অন্যান্য প্রশাসনিক ভবনকে নিশানা করে জঙ্গিরা। ওই এলাকাতেই আফগানিস্তানের গোয়েন্দা দফতর ও ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)-এর ভবন।

Advertisement

কাতারের দোহায় তালিবানের সঙ্গে শান্তি আলোচনায় বসেছে আমেরিকা। দু’পক্ষের মধ্যে একটি প্রাথমিক সমঝোতাও হয়েছে বলে জানা গিয়েছে। তালিবানের দাবি, চুক্তি স্বাক্ষরের ১৩৫ দিনের মধ্যে আফগানিস্তানের বিভিন্ন এলাকা থেকে মার্কিন সেনা সরিয়ে নেবে আমেরিকা। কাবুলের এক রাজনৈতিক পর্যবেক্ষক ইন্তিজ়ার খাদিম এ দিন বলেন, সমঝোতার পরেই শক্তি প্রদর্শন শুরু করেছে তালিবান। তাদের হামলায় নিহত হচ্ছেন সাধারণ মানুষ। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে কথাবার্তা চলছে। তালিবানের উচিত, এখনই এই সব হামলা বন্ধ করা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement