মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে ওই ব্যক্তিকে
নতুন রাজত্বে আরও মানবিক হওয়ার আশ্বাস দিয়েছেন তালিবান নেতৃত্ব। কিন্তু সময় যতই গড়াচ্ছে, ততই খোলস ছেড়ে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে তালিব যোদ্ধাদের। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়িতে আফগানিস্তানের জাতীয় পতাকা লাগানোর কারণে এক ব্যক্তিকে টেনে-হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে করতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সে দেশের একটি স্থানীয় সংবাদ মাধ্যমের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে ওই ভিডিয়ো।
রবিবার তালিবান বাহিনী কাবুল দখল নেওয়ার পরও শুক্রবার আফগানিস্তানের বিভিন্ন প্রান্তেই পালিত হয়েছে স্বাধীনতা দিবস (১৯ অগস্ট)। তালিবান বিরোধিতায় ওই দিনে বহু মানুষই বিক্ষোভ দেখিয়েছেন নানা জায়গায়। নেটমাধ্যমে ছেয়ে যাওয়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, কাবুলের আব্দুল হক স্কোয়ারে তালিবানের পতাকা হঠিয়ে দেশের জাতীয় পতাকা লাগাচ্ছেন বিক্ষোভকারীরা।
সরকারি দফতর থেকে তালিবানি পতাকা সরানোর দাবিতে গত বৃহস্পতিবার জালালাবাদ শহরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন শ’য়ে শ’য়ে আফগান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রেখবর, তাঁদের উপর গুলি চালিয়েছে তালিবান। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলেও খবর মিলেছে।